সোমবার, ৬ আগস্ট, ২০১৮

মিলির জন্য একটি সাদা গোলাপ

ক. আজকাল খুব ব্যস্ত সময় কাটছে। আমার ঘুমের পরিমাণও দিনদিন কমছে। গড়ে ৫ ঘন্টা হবে হয়তো। তাও আবার প্রতিদিন এক সময় ঘুমাতে পারি না। কখনো রাতে, কখনো দিনের আলোয় ঘর অন্ধকার করে। কখনো আবার দূরপাল্লার ভ্রমণে। মিডিয়ার সঙ্গে যুক্ত থাকলে বোধ হয় এমনই হয়ে থাকে। নির্ধারিত কোনও টাইম টেবিল নাই। রাত ৩ টায় শিডিউল থাকতে পারে, আবার দুপুর ২ টায়ও হতে পারে। এমনকি অনেক সময় ঈদেও ঠিক মতো পরিবারের সাথে সময় ব্যয় করা যায় না। একটি টেলিফিল্মে অভিনয়ের কথা ছিলো। “ভালোবাসবো বলে”র অনেকটাই ধারণ করা হয়ে গেছে। কথা ছিলো আজ সন্ধ্যা ৬ টায় শুটিং শুরু হবে। কিন্তু সাড়ে পাঁচটার পর থেকেই...