প্রথম প্রকাশঃ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৬|
সামহোয়্যারইন ব্লগ
আমি মুন্নি, পিতা- খন্দকার দেলোয়ার, মাতা- মনোয়ারা বেগম এর কনিষ্ঠ কন্যা। আমি এই অঙ্গীকার করছি যে, নিম্ন শর্তগুলো অক্ষরে অক্ষরে পালন করবো।
শর্তাবলী
১। আমাদের বিয়ের ব্যাপরটা কেউ কখনও জানতে পারবে না।
২। যতদিন আশিকুর রহমান না চাইবে, ততদিন পর্যন্ত কোনও সন্তান গ্রহণ করবো না।
৩। আমাদের বিয়ে সংক্রান্ত যত ডকুমেন্ট আছে তা মনিরুজ্জামান ভাই এর কাছে থাকবে।
৪। আমি এমন কোনও কাজ করবো না যাতে আমার মা বিরক্ত হয়ে আমাকে যাতে না বলে- তুমি তোমার স্বামীর কাছে চলে যাও। যতদিন না আমার গ্রাজুয়েশন কমপ্লিট হচ্ছে (তাতে যতদিন সময় লাগুক), ততদিন পর্যন্ত আমি আমার বাবার বাড়ীতেই থাকবো। আমার যাবতীয় ভরণ-পোষণ আমার স্বামী বহন করবে।
৫। আমাদের বিয়ে সংক্রান্ত কোনও ব্যাপার আশিকুর রহমান এর কোনও আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কখনই জানতে পারবে না। এখন যেমন আছি, বিয়ের পরে সেভাবেই থাকার চেষ্টা করবো। কোনও রকম বাড়াবাড়ি বা আমার পরিবারের কারও সাথে কোনও রকম ঝগড়া-ঝাটি করবো না।
৬। আশিকুর রহমান যা বলবে, সেটা ন্যায় হোক বা অন্যায় হোক তা আমি গ্রহণ করবো।
৭। যদি কখনও আশিকুর রহমান এর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব আমাদের বিয়ের ব্যাপারটা জানতে পারে, ঐ মূহুর্তে আশিকুর রহমান এর বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।
আমি মুন্নি উপরের সকল শর্ত স্ব-জ্ঞানে, স্ব-ইচ্ছায় মেনে নিলাম। উক্ত শর্তগুলোর একটিও যদি ভঙ্গ হয়, সেক্ষেত্রে আমাদের সম্পর্ক ঐ মূহুর্তে বিচ্ছিন্ন হয়ে যাবে। এরপর আর কখনই আমরা একে অপরের সাথে কোনও রকম যোগাযোগ এবং একজন আরেকজনের মুখ দেখবো না।
স্বাক্ষরঃ
মুন্নি ...................................................
স্বাক্ষীগণের স্বাক্ষরঃ
১। মনোয়ারা বেগম (মা)
...................................................
২। রুবিনা আক্তার (বোন)
...................................................
৩। শফিকুল ইসলাম (ভাই)
...................................................
৪। মনিরুজ্জামান (ভাই)
...................................................
#######################################################
উপরের প্রত্যেকের মূল নাম উহ্য রেখে ছদ্ধনাম দিলাম। গোপনীয়তার স্বার্থে।
এই চুক্তিনামা ১৫০/- (একশত পঞ্চাশ) টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখে সই করা হয়েছে। এই মেয়েটা অনার্সের (চারুকলা) ছাত্রী। কিছুটা পরিচিত ছিল। আর যেই ছেলের সাথে তার বিয়ে হলো বা বিয়ের কথা হচ্ছে সেই ছেলে একটি বেসরকারী টিভি চ্যানেলের ভালো একটি পদে আছে। পাশাপাশি সেও অনার্সেই পড়াশুনা করছে। ওরা আরও অনেক আগে থেকেই একে অপরকে ভালোবাসতো.... তবে মুন্নির বিয়ের ব্যপারটা তার পরিবারের সবাই জানে। কিন্তু ছেলের পরিবারের কেউই জানে না। সমস্যাটা এখানেই। গতকাল মুন্নির এইসব কীর্তিকলাপ দেখে আমি ওকে জিজ্ঞেস করলাম: আপনার মাথা ঠিক আছে তো!!! সে বলল: কী করবো বলেন। হয়তো এটাই কপাল!! আমি বললাম: দেখুন.... আবার ধরা খান নাকি সেটাও একবার মাথায় রাখবেন। সে কিছুই বলল না।
পাঠক! এটাই কি ভালোবাসা! এটাই কি প্রেম? আমার তো মাথায় ধরছে না। তাছাড়া ৪ নং শর্তের শেষ বাক্যটা সেই ছেলে পূরণ নাও করতে পারে (মুন্নির ভাবনা অনুযায়ী)। আর মনিরুজ্জামান কে সম্পর্কে এখানে ভাই দেখানো হলেও মূলতঃ সে আমার/আপনার মতোই তৃতীয় পক্ষ। একটা শিক্ষিত মেয়ে কীভাবে এইসব মেনে নেয়! হতে পারে এর নেপথ্যে অন্য কোনও শক্তি কাজ করছে... কিন্তু সেই ছেলেটা! সেওতো কোনও শিক্ষিত ও ভদ্র পরিবারের একজন শিক্ষিত সন্তান।
প্রিয় পাঠক! এই ধরনের কোনও প্রেম-ভালোবাসা শান্তি আনতে পারে কিনা সেটা আমার জানা নেই। তবে কিছু করার আগে অবশ্যই আমাদের একবার ভেবে নেয়া উচিৎ। আপনাদের সচেতনতার জন্যই এই পোস্ট... কেউই জেনেশুনে এই ধরনের ট্র্যাপ সৃষ্টি করবেন না। আর সকলেই এইরকম ট্র্যাপে পা দেয়ার পূর্বে একবার ভেবে দেখবেন।
৬৬টি মন্তব্য
লেখক বলেছেন:
তবে আমার মনে হচ্ছে, এখানে অন্য কিছু একটা ঘটছে...
আপাতত কিছুই বলতে পারছি না।
এইভাবে গুষ্টি কিলানোও বোধ হয় ঠিক না
তবে আমার মনে হচ্ছে, এখানে অন্য কিছু একটা ঘটছে...
আপাতত কিছুই বলতে পারছি না।
এইভাবে গুষ্টি কিলানোও বোধ হয় ঠিক না
মাক্স বলেছেন:
কিছুই বুঝলাম না। কেমনে কি?
লেখক বলেছেন:
আপাতত এইটুকুই বুইঝা লন.
কারণ, আমিও এইটুকুই জানি.
বাকীটুকু অন্য কোনও একদিন বলবো.
আপাতত এইটুকুই বুইঝা লন.
কারণ, আমিও এইটুকুই জানি.
বাকীটুকু অন্য কোনও একদিন বলবো.
লেখক বলেছেন:
না ভাই.
ট্যাগ বক্স দেখুন.
এটি কোনও ফান নয়.
(যদিও ওদের কাণ্ডগুলো আমার কাছে ফান মনে হচ্ছে)
না ভাই.
ট্যাগ বক্স দেখুন.
এটি কোনও ফান নয়.
(যদিও ওদের কাণ্ডগুলো আমার কাছে ফান মনে হচ্ছে)
পেন্সিল চোর বলেছেন:
মানি না এইসব অঙ্গিকারনামা...
লেখক বলেছেন:
আমরা কোনও দিনই এইসব ফালতু অঙ্গিকারনামা মানতে পারিনা।
আমরা কোনও দিনই এইসব ফালতু অঙ্গিকারনামা মানতে পারিনা।
hridoy41 বলেছেন:
এই মেয়ে দেখি পুরাই অন্ধ!!মুন্নির কপালে শনি আছে।সিওর..
লেখক বলেছেন:
এই মেয়ে দেখি পুরাই অন্ধ!!
সহমত.
তবে আমরা তার শুভ কামনা করতে পারি।
যাই হোক. মেয়েটির বিপদের কথা ভাবলে খুব মায়া লাগে.
এই মেয়ে দেখি পুরাই অন্ধ!!
সহমত.
তবে আমরা তার শুভ কামনা করতে পারি।
যাই হোক. মেয়েটির বিপদের কথা ভাবলে খুব মায়া লাগে.
বিদ্রোহী ভৃগু
বলেছেন:
একটা শিক্ষিত মেয়ে কীভাবে এইসব মেনে নেয়! হতে পারে এর নেপথ্যে
অন্য কোনও শক্তি কাজ করছে... কিন্তু সেই ছেলেটা! সেওতো কোনও শিক্ষিত ও ভদ্র
পরিবারের একজন শিক্ষিত সন্তান। !!!!!!!!!!!!!!
জনস্বার্থে রিট করা দরকার
জনস্বার্থে রিট করা দরকার
লেখক বলেছেন:
হাহাহা.
জনস্বার্থে রিট করা দরকার
অনেক অনেক ধন্যবাদ বিদ্রোহী ভৃগু
ভালো থাকুন.
হাহাহা.
জনস্বার্থে রিট করা দরকার
অনেক অনেক ধন্যবাদ বিদ্রোহী ভৃগু
ভালো থাকুন.
বলেই ফেলি বলেছেন:
hridoy41 বলেছেন: এই মেয়ে দেখি পুরাই অন্ধ!!মুন্নির কপালে শনি আছে।সিওর.. ওভার সিওর
লেখক বলেছেন:
সহমত.
তবে আমরা তার শুভ কামনা করতে পারি।
সহমত.
তবে আমরা তার শুভ কামনা করতে পারি।
লেখক বলেছেন:
আমি এই পর্যন্তই জানি.
বাকীটা জানতে পারলে পরে বলবো.
আমি এই পর্যন্তই জানি.
বাকীটা জানতে পারলে পরে বলবো.
লেখক বলেছেন:
আমি এই পর্যন্তই জানি.
বাকীটার জন্য অপেক্ষায় থাকুন....
আমি এই পর্যন্তই জানি.
বাকীটার জন্য অপেক্ষায় থাকুন....
লেখক বলেছেন:
আমি বুঝলাম না- ওই ছেলেটার মনে এখন কী কাজ করছে
আমি বুঝলাম না- ওই ছেলেটার মনে এখন কী কাজ করছে
banglar_hasan বলেছেন:
শীতের সকাল বলেছেন:
আগে হুনতাম এইরাম কঠিন শর্তে মানুষ দাদন দেয় এহন তো দেহি বিয়াও হয়।
ভালবাসা মানুষকে অন্ধ করে জানতাম এহন তো দেহি বুদ্ধিও লোপ পাওয়ায়।
আগে হুনতাম এইরাম কঠিন শর্তে মানুষ দাদন দেয় এহন তো দেহি বিয়াও হয়।
ভালবাসা মানুষকে অন্ধ করে জানতাম এহন তো দেহি বুদ্ধিও লোপ পাওয়ায়।
লেখক বলেছেন:
যাই হোক, এখানে কোনও এক রহস্য থাকতে পারে.
আপনি আবার এই ধরনের ট্র্যাপ তৈরী করেন নি তো?
ফান করলাম.
ভালো থাকুন. শুভ কামনা রইল
যাই হোক, এখানে কোনও এক রহস্য থাকতে পারে.
আপনি আবার এই ধরনের ট্র্যাপ তৈরী করেন নি তো?
ফান করলাম.
ভালো থাকুন. শুভ কামনা রইল
রিফাত হোসেন বলেছেন:
এমন যদি জাদু করতে পারতাম কাউকে! হাহহাহাহাহা আমি নিজেই মায়াজালে আটকে গিয়েছি!
গুষ্টি কিলাই ভ বাসার
গুষ্টি কিলাই ভ বাসার
লেখক বলেছেন:
বহুদিন পর দেখেছি আপনাকে রিফাত ভাই.
এইসব ভালোবাসার কোনও দরকার নাই.
বহুদিন পর দেখেছি আপনাকে রিফাত ভাই.
এইসব ভালোবাসার কোনও দরকার নাই.
অপরিচিত অতিথি বলেছেন:
aida kemte korlo oi maia?
লেখক বলেছেন:
আমি তো কিছুই বুঝতে পারি নাই.
আমি তো কিছুই বুঝতে পারি নাই.
আবিদ ফয়সাল বলেছেন:
এটা ভালোবাসা না বরং ভালোবাসার নামে প্রহসন, চিটারি , বাটপারি আর কি কইতাম !!!
জনসচেতনতামূলক পোষ্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।
জনসচেতনতামূলক পোষ্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।
লেখক বলেছেন:
আমারও তাই মনে হয়.
ফয়সাল ভাই. আপনাকেও অনেক অনেক ধন্যবাদ.
ভালো থাকুন.
আমারও তাই মনে হয়.
ফয়সাল ভাই. আপনাকেও অনেক অনেক ধন্যবাদ.
ভালো থাকুন.
রহস্যময়ী কন্যা বলেছেন:
এইটা কি হইলো?আজিব।মাথা খারাপ নাকি মেয়েটার....
লেখক বলেছেন:
এই প্রশ্ন তো আমারও...
আপনার চারপাশে যেন এমন ঘটনা না ঘটে, সেই সচেতনতাই এখন প্রয়োজন
অনেক অনেক ধন্যবাদ.
ভালো থাকুন.
এই প্রশ্ন তো আমারও...
আপনার চারপাশে যেন এমন ঘটনা না ঘটে, সেই সচেতনতাই এখন প্রয়োজন
অনেক অনেক ধন্যবাদ.
ভালো থাকুন.
রেজোওয়ানা বলেছেন:
Goodness!!
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপু!
ভালো থাকুন.
অনেক অনেক ধন্যবাদ আপু!
ভালো থাকুন.
রোেক্য়া ইসলাম বলেছেন:
খুব ভালো লাগলো।
অসাধারন একটা পোস্ট। যদিও আপনার সব লেখা গুলোই খুব সুন্দর তবু এই ভিন্ন স্বাদের লেখাটার জন্য অন্য রকম কিছু ভালো লাগা রেখে গেলাম।
অনেক ভালো থাকবেন।
অসাধারন একটা পোস্ট। যদিও আপনার সব লেখা গুলোই খুব সুন্দর তবু এই ভিন্ন স্বাদের লেখাটার জন্য অন্য রকম কিছু ভালো লাগা রেখে গেলাম।
অনেক ভালো থাকবেন।
লেখক বলেছেন:
আপনাকেও অসংখ্য রোেক্য়া ইসলাম.
পোস্ট গুলো খুব সুন্দর!!
মনে হয় একটু বাড়িয়েই বললেন
আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম.
আপনিও ভালো থাকুন.
আপনাকেও অসংখ্য রোেক্য়া ইসলাম.
পোস্ট গুলো খুব সুন্দর!!
মনে হয় একটু বাড়িয়েই বললেন
আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম.
আপনিও ভালো থাকুন.
লেখক বলেছেন:
আশিক ভাই.
আপনের কমেন্ট দেইখ্যা তো আমি হাসতেই আসি
আশিক ভাই.
আপনের কমেন্ট দেইখ্যা তো আমি হাসতেই আসি
অদ্বিতীয়া আমি
বলেছেন:
বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার !!! মেয়েটার যেন কোন বিপদ না হোক
এমন দোয়াই করি , কিন্তু এসবের মধ্যে যাওয়াটা একটু ও উচিত হয়নি ,
লেখক বলেছেন:
আমারও বিশ্বাস হচ্ছেনা, মেয়েটা কিভাবে এই সব শর্ত মেনে নিল!!
ভালো থাকবেন অদ্বিতীয়া
আমারও বিশ্বাস হচ্ছেনা, মেয়েটা কিভাবে এই সব শর্ত মেনে নিল!!
ভালো থাকবেন অদ্বিতীয়া
সেলিম আনোয়ার বলেছেন:
jotil shorto......mathaia kharap hoyey gelo.....onno karo sathey ekto yey kora ke dusher?
লেখক বলেছেন:
দোয়া করুন, যেনো মেয়েটার কোনও বিপদ না হয়.
ভালো থাকুন.
দোয়া করুন, যেনো মেয়েটার কোনও বিপদ না হয়.
ভালো থাকুন.
লেখক বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ.
আপনিও ভালো থাকুন.
আপনাকেও অনেক ধন্যবাদ.
আপনিও ভালো থাকুন.
*কুনোব্যাঙ* বলেছেন:
জাদুঘরে রাখার মত একটা চুক্তিপত্র হইসে
উড়ন্ত ভালোবাসাকে শুভ কামনা রইল। মানুষ আমি আমার কেন পাখির মত মন!!!
উড়ন্ত ভালোবাসাকে শুভ কামনা রইল। মানুষ আমি আমার কেন পাখির মত মন!!!
লেখক বলেছেন:
লেখক বলেছেন:
ভালো থাকুন. কুনো.
মানুষ আমি আমার কেন পাখির মত মন!!!
সুন্দর মন্তব্য >>
ভালো থাকুন.
ভালো থাকুন. কুনো.
মানুষ আমি আমার কেন পাখির মত মন!!!
সুন্দর মন্তব্য >>
ভালো থাকুন.
মামুন রশিদ বলেছেন:
মজার পোস্ট মনে করে ঢুকলাম, এ তো দেখি সিরিয়াস ব্যাপার
স্ট্যাম্পে চুক্তিনামা সই করে ব্যবসা চলতে পারে, কিন্তু ভালোবাসা হলো মুক্ত, শর্তহীন ।
স্ট্যাম্পে চুক্তিনামা সই করে ব্যবসা চলতে পারে, কিন্তু ভালোবাসা হলো মুক্ত, শর্তহীন ।
লেখক বলেছেন:
স্ট্যাম্পে চুক্তিনামা সই করে ব্যবসা চলতে পারে, কিন্তু ভালোবাসা হলো মুক্ত, শর্তহীন ।
সহমত.
ভালো থাকুন মামুন ভাই.
স্ট্যাম্পে চুক্তিনামা সই করে ব্যবসা চলতে পারে, কিন্তু ভালোবাসা হলো মুক্ত, শর্তহীন ।
সহমত.
ভালো থাকুন মামুন ভাই.
লাবনী আক্তার
বলেছেন:
আবেগে জীবন চলে না। আবেগ কে কন্ট্রোল করা উচিত। শিক্ষিত হয়ে এ
ধরনের সিদ্ধান্ত নেয়াটা বোকামি। আসলে ভালবাসা কখনো শর্তে হয়না। আবার
লেখক বলেছেন:
আবেগে জীবন চলে না। আবেগ কে কন্ট্রোল করা উচিত। শিক্ষিত হয়ে এ ধরনের সিদ্ধান্ত নেয়াটা বোকামি। আসলে ভালবাসা কখনো শর্তে হয়না।
সহমত.
আবার!!!
আবেগে জীবন চলে না। আবেগ কে কন্ট্রোল করা উচিত। শিক্ষিত হয়ে এ ধরনের সিদ্ধান্ত নেয়াটা বোকামি। আসলে ভালবাসা কখনো শর্তে হয়না।
সহমত.
আবার!!!
লাবনী আক্তার
বলেছেন:
আবেগে জীবন চলে না। আবেগ কে কন্ট্রোল করা উচিত। শিক্ষিত হয়ে এ
ধরনের সিদ্ধান্ত নেয়াটা বোকামি। আসলে ভালবাসা কখনো শর্তে হয়না।
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ লাবনী আক্তার.
আপনি বোধ হয় আরও কিছু লিখতে চেয়েছিলেন.
ভালো থাকুন.
অনেক অনেক ধন্যবাদ লাবনী আক্তার.
আপনি বোধ হয় আরও কিছু লিখতে চেয়েছিলেন.
ভালো থাকুন.
লাবনী আক্তার বলেছেন:
দুঃখিত আরও লিখতে গিয়ে ভুলে মন্তব্য প্রকাশ হয়ে গেছে।
লেখক বলেছেন:
হাহাহা.
কোনও প্রবলেম নেই.
লিখতে চাইলে আরও লিখতে পারেন.
আপনার জন্য একদম ফ্রি...
হাহাহা.
কোনও প্রবলেম নেই.
লিখতে চাইলে আরও লিখতে পারেন.
আপনার জন্য একদম ফ্রি...
ইখতামিন বলেছেন:
এই মূহুর্তে মতিঝিলে পিকেটাররা একটা সিএনজি কে উল্টিয়ে ফেলেছে. তবে ভাংচুর করতে পারেনি। পুলিশ এসে পড়ায় তারা ভেগে পালিয়েছে.
এই মূহুর্তে মতিঝিলে পিকেটাররা একটা সিএনজি কে উল্টিয়ে ফেলেছে. তবে ভাংচুর করতে পারেনি। পুলিশ এসে পড়ায় তারা ভেগে পালিয়েছে.
লেখক বলেছেন:
শেষবার যখন দেখেছিলাম, তখন তার চোহারা টা খুব কালো দেখাচ্ছিল. বেদনায় হয়তো.
অনেক অনেক ভালো থাকবেন.
শেষবার যখন দেখেছিলাম, তখন তার চোহারা টা খুব কালো দেখাচ্ছিল. বেদনায় হয়তো.
অনেক অনেক ভালো থাকবেন.
পথ-হারা এক পথিক বলেছেন:
মুন্নি আর আশিকুর রহমানের জন্য দোয়া ও শুভ কামনা রইলো।
কিন্তু ৬ ও ৭ নং পয়েন্ট মুন্নির জন্য কাল হয়ে দাড়াতে পারে। আর মুন্নিকে পরামর্শ দিন সম্ভব হলে সেও যেন আশিকুর থেকে একটা অঙ্গীকারনামা নিয়ে নেয় ।
কিন্তু ৬ ও ৭ নং পয়েন্ট মুন্নির জন্য কাল হয়ে দাড়াতে পারে। আর মুন্নিকে পরামর্শ দিন সম্ভব হলে সেও যেন আশিকুর থেকে একটা অঙ্গীকারনামা নিয়ে নেয় ।
লেখক বলেছেন:
দোয়া করি তাদের শুভ হোক।
চেষ্টা করে দেখবো।
অনেক ধন্যবাদ.
ভালো থাকুন.
দোয়া করি তাদের শুভ হোক।
চেষ্টা করে দেখবো।
অনেক ধন্যবাদ.
ভালো থাকুন.
পরিবেশ বন্ধু বলেছেন:
ভালবাসার গুষ্টি উদ্ধারে
এ কেমন অভিযান
প্রেমিকা ছিনতাই কষ্ট অন্তরে
বেরসিক মানুষের হয় বুক টান ।
এ কেমন অভিযান
প্রেমিকা ছিনতাই কষ্ট অন্তরে
বেরসিক মানুষের হয় বুক টান ।
লেখক বলেছেন:
হাসতেই আছি ভাই.!!!
কার প্রেমিকা ছিনতাই হয়েছে একটু খুলে বলবেন কী.
অনেক ধন্যবাদ.
ভালো থাকবেন.
হাসতেই আছি ভাই.!!!
কার প্রেমিকা ছিনতাই হয়েছে একটু খুলে বলবেন কী.
অনেক ধন্যবাদ.
ভালো থাকবেন.
পরিবেশ বন্ধু বলেছেন:
একটি আনন্দ সংবাদ বাংলাদেশ সহ সব শান্তি কামি মানুষের নিকট
**************************************************
আগামী ২৩ শে মার্চ , ইন্টারন্যাট ফেইজ বুক আরকাবাইজ বাংলাদেশ
ফেইজ বুক অনলাইন অফ্লাইন কমিশন একটি বৃহৎ সামাজিক আন্দোলনের
ঘোষণা দিচ্ছে ।
সহিংস মনোভাব , হত্তা , ভাংচুর , জ্বালাও পুড়াও মার্কা অসভ্য উশ্রিংখল হরতালের
বিরুদ্ধে , রাত ৯ গঠিকা থেকে ১০ টা পর্যন্ত প্রতীকী বিকল্প সুস্থ দ্বারার হরতাল করা হবে ।
সচেতন সামাজিক এ প্রতীকী হরতালে সবারই যোগদান এবং পরিবেশ সৃষ্টি করা দেশ ও
জাতীর শান্তি বার্তা ।
অবশ্যই এতে সকল সামাজিক , সাংস্কৃতিক , ও আইন শৃঙ্খলা বাহিনী সহ সবারই
সার্বিক যোগদান এবং নিরাপত্তা বিধান একান্ত কাম্য ।
নহে দল নহে মত
নহে জাত , এক আওয়াজ
শান্তির ও একতায় এস এস সবাই
সাম্য ও ন্যায়ে গড়ি সমাজ
প্রজ্ঞাপনে
ফেবু অনলাইন ,অফ্লাইন কমিশন
বাংলাদেশ , ভায়া গোগল ।
সবার জানা চাই
দ্রুত ।
Like · ·
**************************************************
আগামী ২৩ শে মার্চ , ইন্টারন্যাট ফেইজ বুক আরকাবাইজ বাংলাদেশ
ফেইজ বুক অনলাইন অফ্লাইন কমিশন একটি বৃহৎ সামাজিক আন্দোলনের
ঘোষণা দিচ্ছে ।
সহিংস মনোভাব , হত্তা , ভাংচুর , জ্বালাও পুড়াও মার্কা অসভ্য উশ্রিংখল হরতালের
বিরুদ্ধে , রাত ৯ গঠিকা থেকে ১০ টা পর্যন্ত প্রতীকী বিকল্প সুস্থ দ্বারার হরতাল করা হবে ।
সচেতন সামাজিক এ প্রতীকী হরতালে সবারই যোগদান এবং পরিবেশ সৃষ্টি করা দেশ ও
জাতীর শান্তি বার্তা ।
অবশ্যই এতে সকল সামাজিক , সাংস্কৃতিক , ও আইন শৃঙ্খলা বাহিনী সহ সবারই
সার্বিক যোগদান এবং নিরাপত্তা বিধান একান্ত কাম্য ।
নহে দল নহে মত
নহে জাত , এক আওয়াজ
শান্তির ও একতায় এস এস সবাই
সাম্য ও ন্যায়ে গড়ি সমাজ
প্রজ্ঞাপনে
ফেবু অনলাইন ,অফ্লাইন কমিশন
বাংলাদেশ , ভায়া গোগল ।
সবার জানা চাই
দ্রুত ।
Like · ·
লেখক বলেছেন:
ওকে.
ওকে.
গৃহ বন্দিনী বলেছেন:
এইটা কি দেখলাম ?
কাহিনী যদি সত্যিই এমন কিছু হয়ে থাকে তবে ভেতরে ভেতরে অন্য কিছু ঘটসে । ইসসসস এই ভাবে কেউ নিজের জীবন শেষ করতে পারে ?
আপনি ভাল করে বুঝাতে পারলেন না আগে মেয়েটাকে বা তার অভিভাবকে ?
এই রকম ভালোবাসার গুষ্টি কিলানোই উচিত , যদিও এটাকে ভালোবাসা বলা যায় না ।
কাহিনী যদি সত্যিই এমন কিছু হয়ে থাকে তবে ভেতরে ভেতরে অন্য কিছু ঘটসে । ইসসসস এই ভাবে কেউ নিজের জীবন শেষ করতে পারে ?
আপনি ভাল করে বুঝাতে পারলেন না আগে মেয়েটাকে বা তার অভিভাবকে ?
এই রকম ভালোবাসার গুষ্টি কিলানোই উচিত , যদিও এটাকে ভালোবাসা বলা যায় না ।
লেখক বলেছেন:
হুমম. এইটা সত্যি.............
আমারও তাই ধারণা..............
তার জন্য দুঃখ-ই হচ্ছে..............
তার সাথে আমার হঠাৎ দেখা হয়....
তার অভিভাবককে কোনও দিন দেখিইনি
হুমম. এটাকে ভালোবাসা বলা যায় না।
অনেক ধন্যবাদ
ভালো থাকুন.
হুমম. এইটা সত্যি.............
আমারও তাই ধারণা..............
তার জন্য দুঃখ-ই হচ্ছে..............
তার সাথে আমার হঠাৎ দেখা হয়....
তার অভিভাবককে কোনও দিন দেখিইনি
হুমম. এটাকে ভালোবাসা বলা যায় না।
অনেক ধন্যবাদ
ভালো থাকুন.
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
আজব...........
লেখক বলেছেন:
আসলেই একটু আজব টাইপের
আসলেই একটু আজব টাইপের
আগে হুনতাম এইরাম কঠিন শর্তে মানুষ দাদন দেয় এহন তো দেহি বিয়াও হয়।
ভালবাসা মানুষকে অন্ধ করে জানতাম এহন তো দেহি বুদ্ধিও লোপ পাওয়ায়।