মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৩

YouTube বন্ধ হয়ে গেলে...

সামুতে প্রকাশ :২২ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:৪৫


বেশ কিছু দিন যাবৎ বাংলাদেশে ইউটিউব বন্ধ ছিল। কিন্তু তাই বলে আমাদের প্রয়োজন শেষ হয়ে যায় নি।
নিজেদের প্রয়োজনের স্বার্থে বিভিন্ন জন বিভিন্নভাবে উপায় বের করে নিয়েছি। তবুও অনেকে হতাশ।
তাদের জন্য আমার এই পোস্ট। আপনি যদি ইউটিউব ব্রাউজ করতে না পারেন-
তবে আমার কাছে আপনার জন্য দুইটি সমাধান রয়েছে।




নিচের লিংকটিতে ক্লিক করুন
এখানে দুইটি Download বাটন পাবেন । দ্বিতীয় বাটনে ক্লিক করুন।

অথবা নিচের লিংকটিতে ক্লিক করুন

 => এখানে চাপুন

একটি .rar ফরম্যাটের ফাইল ডাউনলোড হবে। এন্টি ভাইরাসের কোন ঝামেলা পোহাতে হবে না (১০১% ট্রোজন মুক্ত)। আপনি ফাইলটিকে এক্সট্রাক্ট করে নিতে পারেন। যার আইকন হবে নিম্নরূপ:

এবার ফাইলটিকে ওপেন করুন (যেভাবে খুশি)

ফাইলটি ওপেন হবে, পাশাপাশি আপনার পিসিতে ইন্টারনেট এক্সপ্লোরার এর যে ভার্সনটি ইন্সটল করা আছে সেটিও ওপেন হবে। নিচের চিত্রটিতে আপনার “টাক্স বার” দেখুন-
 আপনার সুবিধানুযায়ী ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করতেও পারেন, আবার অন্য কোন ব্রাউজারও ইউজ করতে পারেন।

ফাইলটি ওপেন হওয়ার পর নিচের চিত্রের মতো একটি উইন্ডো দেখতে পাবেন-
যাতে Successfully connected to server! লেখা থাকবে। এবং আপনার আইপি এ্যাড্রেস 127.0.0.1 : Proxy 9666 শো হবে। ভয় নেই। এটা শুধু ব্রাউজারের ক্ষেত্রে। আপনার IDM ও Skype এর আইপি ঠিক থাকবে।
এবং নিচে ডান পাশে একটি লক সাইন দেখতে পাবেন নিচের চিত্রের মতো-

 আপনি চাইলে লক সাইনটি মাউস দিয়ে অন্য কোথাও সরিয়ে নিতে পারেন।

এবার আপনি যে ফাইলটি ওপেন হয়েছে তা কাজের সুবিধার্থে মিনিমাইজ করে দিন। টাক্স বারের ডান পাশে ফাইলটির আইকন নিচের চিত্রের মতো দেখাবে -


 
এবার আপনি যে কোনও ব্রাউজার দিয়ে ইউটিউবের যে কোনও পেজে যেতে পারবেন। এমনকি যে কোনও ভিডিও ডাউনলোড করতে পারবেন।

আপনি ফাইলটি ক্লোজ করতে চাইলে টাক্স বারের ডানপাশে থাকা আইকন বারে অবস্থিত উক্ত ফাইলের আইকনটিতে রাইট ক্লিক করে Exit -এ ক্লিক করুন। নিচের চিত্রের মতো একটি ডায়লগ বক্স ওপেন হবে-

 

অথবা আপনি এখানে ক্লিক করুন
নিচের চিত্রের মতো একটি উইন্ডো ওপেন হবে--

 


http://এর পরে আপনি ইউটিউবের লিংকটি টাইপ অথবা পেস্ট করুন।
এর পর Enter ক্লিক করুন।
আপনি আপনার কাঙ্খিত পেজটি পেয়ে যাবেন।খুব সহজেই।

নিচের লিংকটিও কার্যকর
http://onlinetvzone.com/youtube/

 

 


 


3 মন্তব্য: