সোমবার, ১৫ জুলাই, ২০১৩

তুই রাজাকার, তুই রাজাকার

প্রথম প্রকাশঃ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২ | 

সামহোয়্যারইন ব্লগ 

 

গণজাগরণ আন্দোলন চলাকালীন সময়ে লেখা--


     

তুই রাজাকার তুই রাজাকার
মুক্তির আশা করবি না আর
যতোই দেখাস বুলেট-বোমা
করবো না তো তোদের ক্ষমা
হুমকি-ধমকি যতোই দিবি
জুতোর বাড়ি ততোই খাবি



ধর্ম বেচে জামাত করিস
শিবির করিস। ভন্ড সাজিস?
ছাগল তোরা কী পেয়েছিস?
কাঁঠাল পাতার রস খেয়েছিস?

একাত্তরের তুই জানোয়ার
পার পাবি না। ছাড়ছি না আর
ফাঁসি-ই যে তোর গলার বাহার
তুই রাজাকার তুই রাজাকার


ভালো করে তাকালে
ঘটনার আড়ালে
আরও আছে কিছু
মুখোশের পিছু

রাজাকারের দাবীদার না
জামাত-শিবির কোনটাই না
ডাক পড়েছে শাহবাগে
তুই সংহতি দিলি না
নতুন লগনে, নয়া জামানার
তুই রাজাকার তুই রাজাকার

তুই রাজাকার তুই রাজাকার
তুই রাজাকার তুই রাজাকার

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন