বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৩

কাউন্ট ড্রাকুলা–– ২

প্রথম প্রকাশঃ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৫

সামহোয়্যারইন ব্লগ



কাউন্ট ড্রাকুলার ডায়েরী থেকে
৩১ মার্চ, শেষ রাত্রি

(পূর্ব প্রকাশিতের পরঃ)
প্রতিটা রাত আমার শক্তি কেবল বেড়েই চলেছে। ধীরে ধীরে আমি প্রবল ক্ষমতার অধিকারী হয়ে উঠছি। কিছু কিছু অপার্থিব শক্তি যুক্ত হচ্ছে আমার মাঝে। নিজস্ব কিছু ক্ষমতা সৃষ্টি হচ্ছে দেহে যা আমার পরাক্রম বেষ্টনী সীমাকে বাড়িয়ে দ্বিগুণ থেকে চতুর্গুণে রূপান্তরিত করে যাচ্ছে। কিন্তু আমার সকল ক্ষমতার আয়ু কেবল সূর্য ডোবার পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্তই সীমাবদ্ধ। কারণ, আমি এখন জীবন-মৃত সত্তার অধিকারীদের একজন। আর যারা জীবন-মৃত, তারা দিনের বেলায় ঘুমিয়ে থাকে। তাই দিনে তারা অসহায়, নিঃস্ব। তখন তাদের কোনও ধরনের শক্তি কিংবা ক্ষমতা থাকেনা।
এই সময়টায় তাদের অকেজো বলা যেতে পারে। কিন্তু তাদের পরমাত্মা ঠিকই ঘুরে বেড়ায় আকৃতিহীনভাবে। তবে সন্ধ্যার পর থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত তারা সক্রিয় থাকে। তখন তারা যা খুশি তা-ই করতে পারে পৃথিবীর কোনও শক্তিই তাদের রুখতে পারেনা। তবে রসুনের কোয়া, ধুনো, বুনো গোলাপের ডাল এবং যে কোনও ধর্মের পবিত্র বস্তু যেমন–– তাবিয, ক্রুশ ইত্যাদিকে এরা যমের মতো ভয় পায় আমার মতোই। কারণ, এদের সকল ক্ষমতার উৎস শয়তান ও অপবিত্রতা। অপরদিকে ধর্মীয় সকল বিষয়াদিই পরম সৃষ্টিকর্তা প্রভু এবং পবিত্রতায় পরিবেষ্টিত। আর শয়তান সর্বদাই বিধাতার কাছে পরাজিত। অপবিত্রতা সব সময়েই পবিত্রতার স্রোতে হারিয়ে যায়। আর হ্যাঁ, জীবন-মৃত সত্তার অধিকারীরা আরও একটা জিনিসকে অনেক অনেক ভয় পায়। আগুন। বিধ্বংসী এই পদার্থটাকে মৃত্যুযন্ত্র মনে করে তারা (যদিও তারা আগুনের রূপ নিতে পারে। কিন্তু তাদের আগুন মেকি)। কারণ, প্রথম মৃত্যুর পর তারা মূলতঃ শীতল হয়ে যায়। তাদের শরীর সব সময় বরফের মতোই ঠান্ডা থাকে। এবং তারা হিমেল পরিবেশে থাকতেই বেশি সাচ্ছন্দ বোধ করে থাকে।

ভোর হয়ে এসেছে প্রায়। একটু পরেই মোরগ ডাকতে শুরু করবে। মুসলমানদের মসজিদে আযান দিবে। তার আগেই আমাকে শুতে হবে। আজ এ-পর্যন্তই থাক।
(চলবে...)


লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ড্রাকুলাপিশাচ কাহিনীঅশুভ আত্মা ;



৩২টি মন্তব্য
১. ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৯
অনীনদিতা বলেছেন: এত ছোট কেন????????
X( X(
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৩
লেখক বলেছেন:
আমার মাথা কাজ করছে না.
তাছাড়া বড় পোস্ট মানুষ পড়তে চায়না :(

ভালো থাকুন :)
২. ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২২
স্পাইসিস্পাই001 বলেছেন: আরেকটু বড় হলে আরও ভাল লাগতো .... এত ওয়েট করতে ভাল লাগে না ....

+++++++++

ধন্যবাদ ইখতামিন ভাই ..... সিরিজটা ফলো করছি কিন্তু .... সো খুব খেয়াল কৈরা......
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৫
লেখক বলেছেন:
thanks
ok :)
৩. ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫০
মামুন রশিদ বলেছেন: ভূমিকাতেই দুই পর্ব :|


কাউন্ট ড্রাকুলা মুলপর্ব শুরু হউক ;)
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১
লেখক বলেছেন:
মূলপর্ব শুরু করতে ভয় লাগে ;)
৪. ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১
গ্রামের মানুষ বলেছেন:
ডেরাকুলা ব্যাডারে তো চিনলাম। কিন্তুক আগের পর্বে কইলেন যে ভেন হিংছিং না হ্যালসিং হেই ব্যাডা আবার কিডা? হের বিবরণ দেন। হের বাড়ী কই? কার ছাওয়াল? কি কইরা খায়?
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৯
লেখক বলেছেন:
তার বিবরণ সময় মতো পাবেন.
এর আগে জানতে চাইলে আপনার গ্রামের মানুষদের জিজ্ঞেস করুন।
চিনতে পারবেন ;)
৫. ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৬
জাকারিয়া মুবিন বলেছেন:
সাথে আছি, ভাল লাগছে, চলুক।
০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৬
লেখক বলেছেন:
আপনাদের ভালো লাগা-ই আমার প্রেরণা
অনেক ধন্যবাদ
ভালো থাকুন :)
৬. ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৯
গিয়াসলিটন বলেছেন: Obosshoi choluk.
০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৭
লেখক বলেছেন:
চলতেই হবে!!!!
৭. ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৯
গিয়াসলিটন বলেছেন: Obosshoi choluk.
০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৮
লেখক বলেছেন:
হাহাহাহা
কেমন আছেন???????
কতো দিন পর দেখলাম!
৮. ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৩
s r jony বলেছেন: তারাতারি মেগা সিরিয়াল শেষ করেন, ওয়েট করতে ভাল লাগে না
০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৬
লেখক বলেছেন:
হু হু হা হা

এই সিরিয়াল মনে হয় স্টার প্লাস কেও হার মানাবে :P :P :P :P

অনেক ধন্যবাদ ভাই.
ভালো থাকবেন. :)
৯. ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫২
জুন বলেছেন: বাস্তবে কাউন্ট ড্রাকুলার দুর্গ, আমার বোনের ক্যামেরায়

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৪
লেখক বলেছেন:
হুমম.
ঠিক এইটার মতো. :)

১০. ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৬
জুন বলেছেন: আরেকটা ওরা যখন রুমানিয়া বেড়াতে গিয়েছিল তখন তোলা :)
০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫
লেখক বলেছেন:
এটা কি কাউন্ট ড্রাকুলার দুর্গ?
১১. ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: +++++

অপেক্ষা!!
০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫০
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই.
১২. ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪২
আশিক মাসুম বলেছেন: আরেক্টু বড় চাই,




চলুক।
০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৬
লেখক বলেছেন:
ঠিক আছে.
আরেকটু বড় করবো



চলতেই হপে ;) :P

অনেক ধন্যবাদ আশিক ভাই.
ভালো থাকুন. :)
১৩. ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: রাতে পড়বো দুপুর বেলা পৈড়া মজা নাই।
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২
লেখক বলেছেন:
হাহাহাহাহাহাাহাহহা
ঠিক আছে....
কিন্তু অনেক ছোট হয়ে গেছে :(
অনেক ধন্যবাদ.
ভালো থাকবেন. :)
১৪. ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৬
রিমন রনবীর বলেছেন: শুরু না হইতেই শেষ?
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮
লেখক বলেছেন:
হো হো
শেষ কে বলল... X((
আমারে রাগাবে না বলছি...
নইলে কাকে রেখে কার রক্ত পান করি, বলায় যায় না :P :P





১৫. ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৪
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চলুক+++
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৯
লেখক বলেছেন:
চলবে.....................
অনে ধন্যবাদ সুমন ভাই.
ভালো থাকবেন. :)
১৬. ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
আমি বাঁধনহারা বলেছেন:




ভালো লাগল:+++++++++



ভালো থাকবেন
মনে রাখবেন!!!
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
আপনিও ভালো থাকুন :)

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন