প্রথম প্রকাশঃ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১
সামহোয়্যারইন ব্লগ
(১)
আমি দাঁড়িয়ে আছি
রেলিং বিহীন ছাদে
হাতে ছোট একটা কাগজের টুকরো
ওতে কী যেনো লেখা রয়েছে
আমি ঠিক বুঝতে পারছি না।
আশাহত আমি মহাকাশের ঠিকানায়
মিটি মিটি তারাগুলোও আমার দিকে তাকিয়ে...
ওদের তীক্ষ্ণ চক্ষু দিয়ে
তবুও আমি নির্বিকার
ওরা তাই অবাক, হতাশ ও হতবাক
জানি ওরাও একটু পরেই হারিয়ে যাবে সৌর আভায়...
বিশ্বস্ত মুখগুলি বার বার কদর্য দেখাচ্ছে
অতিথি পাখির মতো ‘বিশ্বাস’ বিদায় নিয়েছে সুদূর উত্তরে
সম্পর্কের ধারা গুলো খুব দ্রুত পরিবর্তন হচ্ছে
যেনো কোনো টাইম মেশিনে প্রবেশ করেছি আমি
(২)
একটু আনন্দ পেতে
কিছুটা আনন্দ বিলিয়ে দিতে
কয়েকটা হাসিমুখ দেখতে
কতোগুলো স্বপ্ন ছড়িয়ে দিতে
আকাশ যেথায় সমুদ্রে নেমেছে,
আমি বোধ হয় সেই সন্ধিস্থলেই দাঁড়িয়ে আছি।
প্রতিদিন শত-শত মন, সহস্র আত্মারা
অচেনা, অজানা তবু যেনো খুব চেনা চেনা
অতি পরিচিত ভাবানার পাখিরা
স্বজন সম কিছু মানব সত্ত্বা
তোমরা দূর থেকে জিজ্ঞেস করো.
জানতে চাও- কেমন আছি
কিন্তু আমি যে বলতে পারছি না!
আমার বাকশক্তি কারাগারে বন্ধি
আমি করমর্দন করতে পারছিনা
আমার হস্তদ্বয় শৃংখলে আবদ্ধ
তোমাদের কাছে যেতে পারছিনা
আমার পদদ্বয় জিঞ্জিরার আলিঙ্গনে
(৩)
আমায় ভুল বুঝোনা
আমি অহংকারী নই
অহমিকায় বিশ্বাসী নই
তোমরা রয়েছো আমার হৃদয়ে
আমিও আছি তোমাদের মাঝে
যাচ্ছিনা তোমাদের ছেড়ে
হারিয়েও যাবো না দূরে
তবে একটু বিরতী জেনো...
ভালো থেকো সবাই
শুভ কামনা রইল তোমাদের
উৎসগঃ আমাকে বা আমার মতো যারা তাদেরকে
৫০টি মন্তব্য
লেখক বলেছেন:
আমারও ভালো লাগছে না
আমারও ভালো লাগছে না
লেখক বলেছেন:
তেমন কিছু না.
আশা করি অচিরেই ফিরতে পারবো...
তেমন কিছু না.
আশা করি অচিরেই ফিরতে পারবো...
লেখক বলেছেন:
এইতো,
একটুখানি থেমে যাওয়া বৈ কিছু নয়.
অচিরেই ফিরতে চেষ্টা করবো.
ভালো থাকুন.
এইতো,
একটুখানি থেমে যাওয়া বৈ কিছু নয়.
অচিরেই ফিরতে চেষ্টা করবো.
ভালো থাকুন.
আবিদ ফয়সাল বলেছেন:
অচিরেই ফিরে আসুন - এই কামনায় !
লেখক বলেছেন:
দোয়া করুন, যেনো অতি দ্রুত ফিরতে পারি..
ভালো থাকুন সব সময়,
দোয়া করুন, যেনো অতি দ্রুত ফিরতে পারি..
ভালো থাকুন সব সময়,
লেখক বলেছেন:
হুমম.
চেষ্টা করবো.
হুমম.
চেষ্টা করবো.
রাফা বলেছেন:
আমাকে থাকতে বইলা আবার আপনি কোথায় যাচ্ছেন?
লেখক বলেছেন:
যেতে তো মন চায় না.
সাধে কি আর যাই.
চেষ্টা করবো দ্রুত ফিরতে.
ভালো থাকুন.
যেতে তো মন চায় না.
সাধে কি আর যাই.
চেষ্টা করবো দ্রুত ফিরতে.
ভালো থাকুন.
রাফা বলেছেন:
আমাকে থাকতে বইলা আবার আপনি কোথায় যাচ্ছেন?
লেখক বলেছেন:
প্রার্থণা করুন, যেনো দ্রুত ফিরতে পারি.
ভালো লাগছে না.
প্রার্থণা করুন, যেনো দ্রুত ফিরতে পারি.
ভালো লাগছে না.
লেখক বলেছেন:
আপনারা কেউ না, মানে?
আপনারা কেউ না, মানে?
লেখক বলেছেন:
একটু সমস্যা হয়েছে।
তাছাড়া আর কিছু নয়.
সমস্যা কাটিয়ে অতি দ্রুত ফিরতে চেষ্টা করবো. ইনশা আল্লাহ.
কখনও কখনও না চাইলেও বিরতী নিতে হয়.
এটাই তো পৃথিবীর নিয়ম.
একটু সমস্যা হয়েছে।
তাছাড়া আর কিছু নয়.
সমস্যা কাটিয়ে অতি দ্রুত ফিরতে চেষ্টা করবো. ইনশা আল্লাহ.
কখনও কখনও না চাইলেও বিরতী নিতে হয়.
এটাই তো পৃথিবীর নিয়ম.
অনীনদিতা বলেছেন:
সবাই চলে যায়
লেখক বলেছেন:
পাগল নাকি???
আমি কি সেটা বলেছি নাকি!!!!!!!!
আমায় ভুল বুঝোনা
তোমরা রয়েছো আমার হৃদয়ে
আমিও আছি তোমাদের মাঝে
যাচ্ছিনা তোমাদের ছেড়ে
হারিয়েও যাবো না দূরে
তবে একটু বিরতী জেনো...
অতি দ্রুত ফিরতে চেষ্টা করবো...
ভালো থাকুন
শুভ কামনা রইল সব সময়
পাগল নাকি???
আমি কি সেটা বলেছি নাকি!!!!!!!!
আমায় ভুল বুঝোনা
তোমরা রয়েছো আমার হৃদয়ে
আমিও আছি তোমাদের মাঝে
যাচ্ছিনা তোমাদের ছেড়ে
হারিয়েও যাবো না দূরে
তবে একটু বিরতী জেনো...
অতি দ্রুত ফিরতে চেষ্টা করবো...
ভালো থাকুন
শুভ কামনা রইল সব সময়
লেখক বলেছেন:
আমি কি সেটা বলেছি নাকি!!!!!!!!
আমায় ভুল বুঝোনা
তোমরা রয়েছো আমার হৃদয়ে
আমিও আছি তোমাদের মাঝে
যাচ্ছিনা তোমাদের ছেড়ে
হারিয়েও যাবো না দূরে
তবে একটু বিরতী জেনো...
অতি দ্রুত ফিরতে চেষ্টা করবো...
ভালো থাকুন
শুভ কামনা রইল সব সময়
আমি কি সেটা বলেছি নাকি!!!!!!!!
আমায় ভুল বুঝোনা
তোমরা রয়েছো আমার হৃদয়ে
আমিও আছি তোমাদের মাঝে
যাচ্ছিনা তোমাদের ছেড়ে
হারিয়েও যাবো না দূরে
তবে একটু বিরতী জেনো...
অতি দ্রুত ফিরতে চেষ্টা করবো...
ভালো থাকুন
শুভ কামনা রইল সব সময়
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না,
ঐ কাতর কন্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না,
হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা,
আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না।
ঐ ব্যথাতুর আঁখি কাঁদো-কাঁদো মুখ
দেখি আর শুধু হেসে যাও,আজ বিদায়ের দিনে কেঁদো না।
চলার তোমার বাকী পথটুকু-
পথিক! ওগো সুদূর পথের পথিক-
হায়, অমন ক’রে ও অকর”ণ গীতে আঁখির সলিলে ছেয়ো না,
ওগো আঁখির সলিলে ছেয়ো না।।
তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না,
ঐ কাতর কন্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না,
হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা,
আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না।
ঐ ব্যথাতুর আঁখি কাঁদো-কাঁদো মুখ
দেখি আর শুধু হেসে যাও,আজ বিদায়ের দিনে কেঁদো না।
চলার তোমার বাকী পথটুকু-
পথিক! ওগো সুদূর পথের পথিক-
হায়, অমন ক’রে ও অকর”ণ গীতে আঁখির সলিলে ছেয়ো না,
ওগো আঁখির সলিলে ছেয়ো না।।
লেখক বলেছেন:
নজরুল বলেছেন:
মুছি পথধূলি বুকে লবে তুলি মরণের পারে কবে সেই আশে,
প্রিয়, সাজিয়াছি বর মৃত্যুর উৎসবে!
কে জানিত হায় মরণের মাঝে এমন বিয়ের নহবত বাজে।
আমি হেসে হেসেই বলছি.
বলেছি না- অতি দ্রুত ফিরতে চেষ্টা করবো.
আমি কি বলেছি যে, চলে যাবো।
আমি তো বিদায় নিচ্ছি না
কিন্তু আমাকে যদি বিদায় দিতে চান, তাহলে আর কি করা
একটু সমস্যার সৃষ্টি হয়েছে এই আর কী!
তবে আশা করছি- সমস্যার আশু সমাধান হবে।
আমি অতি তাড়াতাড়িই ফিরতে চেষ্টা করবো।
বিদায় নিচ্ছি না।
ভালো থাকুন .
এই তো হাসি মুখে বলছি-
নজরুল বলেছেন:
মুছি পথধূলি বুকে লবে তুলি মরণের পারে কবে সেই আশে,
প্রিয়, সাজিয়াছি বর মৃত্যুর উৎসবে!
কে জানিত হায় মরণের মাঝে এমন বিয়ের নহবত বাজে।
আমি হেসে হেসেই বলছি.
বলেছি না- অতি দ্রুত ফিরতে চেষ্টা করবো.
আমি কি বলেছি যে, চলে যাবো।
আমি তো বিদায় নিচ্ছি না
কিন্তু আমাকে যদি বিদায় দিতে চান, তাহলে আর কি করা
একটু সমস্যার সৃষ্টি হয়েছে এই আর কী!
তবে আশা করছি- সমস্যার আশু সমাধান হবে।
আমি অতি তাড়াতাড়িই ফিরতে চেষ্টা করবো।
বিদায় নিচ্ছি না।
ভালো থাকুন .
এই তো হাসি মুখে বলছি-
গিয়াসলিটন বলেছেন:
Poth rodh kora hoilo,jor kore jete caile jan.......
লেখক বলেছেন:
ভাই. আমিতো চলে যাবো বলিনি.
একটু বিরতী নিয়েছি।
দোয়া করবেন যেনো দ্রুত ফিরতে পারি.
ভালো থাকবেন
শুভ কামনা রইল
ভাই. আমিতো চলে যাবো বলিনি.
একটু বিরতী নিয়েছি।
দোয়া করবেন যেনো দ্রুত ফিরতে পারি.
ভালো থাকবেন
শুভ কামনা রইল
লেখক বলেছেন:
ভালো থাকুন.
ভালো থাকুন.
লেখক বলেছেন:
সাহস কত্তো??
সাহস কত্তো??
এরিস বলেছেন:
আকাশ যেথায় সমুদ্রে নেমেছে,
আমি বোধ হয় সেই সন্ধিস্থলেই দাঁড়িয়ে আছি।
সেখানে না দাঁড়ালে মনে হয় এতো সুন্দর একটা লেখা পেতাম না...
শীঘ্রই ফিরে আসুন...
আমি বোধ হয় সেই সন্ধিস্থলেই দাঁড়িয়ে আছি।
সেখানে না দাঁড়ালে মনে হয় এতো সুন্দর একটা লেখা পেতাম না...
শীঘ্রই ফিরে আসুন...
লেখক বলেছেন:
এইতো মৃদু মৃদু ফিরে আসছি...
আরও কয়েকটা দিন.
এইতো মৃদু মৃদু ফিরে আসছি...
আরও কয়েকটা দিন.
এরিস বলেছেন:
অনীনদিতা বলেছেন: মাথা ফাটিয়ে দেব কল্লাটা কেটে নেব জোড়ছে এক ঘুষি দেব চুল গুলো সব ছিড়ে নেব
ধর মার কাট কমেন্ট ....!!!
হা হা হা
ধর মার কাট কমেন্ট ....!!!
হা হা হা
লেখক বলেছেন:
আমিও হাসতেই আছি
ভালো থাকবেন.
আমিও হাসতেই আছি
ভালো থাকবেন.
তারছেড়া লিমন বলেছেন:
এ্যামবা কলি হবে????? কবিতা ভাল হৈচে চালায়া যান...
লেখক বলেছেন:
হা হা
আমি ধীরে ধীরে ফিরে আসছি...
কিন্তু
আর তো মনে হয় চালাতে পারবো না
ব্যাকআপ নিতে হবে
ভালো থাকুন.
হা হা
আমি ধীরে ধীরে ফিরে আসছি...
কিন্তু
আর তো মনে হয় চালাতে পারবো না
ব্যাকআপ নিতে হবে
ভালো থাকুন.
আরজুপনি বলেছেন:
মাঝে মধ্যে ছোট ছোট বিরতি ব্লগের প্রতি ভালোবাসা বাড়ায়। তবে বিরতি লম্বা হলে কিন্তু চোখের আড়াল হলে মনের আড়াল হয়, অবস্থা হবে
শিগগীরই ফিরবেন আশা করি, নতুন উদ্যমে। ভালো থাকুন।।
মাঝে মধ্যে ছোট ছোট বিরতি ব্লগের প্রতি ভালোবাসা বাড়ায়। তবে বিরতি লম্বা হলে কিন্তু চোখের আড়াল হলে মনের আড়াল হয়, অবস্থা হবে
শিগগীরই ফিরবেন আশা করি, নতুন উদ্যমে। ভালো থাকুন।।
লেখক বলেছেন:
আমিও আশা করছি শিগগীরই ফিরতে পারবো
কিন্তু মনের কোণে এক অজানা আশঙ্কা বিরাজ করছে.
কেমন আছেন?
আশা করি ভালো আছেন.
ভালো থাকুন.
শুভ কামনা রইল.
আমিও আশা করছি শিগগীরই ফিরতে পারবো
কিন্তু মনের কোণে এক অজানা আশঙ্কা বিরাজ করছে.
কেমন আছেন?
আশা করি ভালো আছেন.
ভালো থাকুন.
শুভ কামনা রইল.
শায়মা বলেছেন:
বিরতী ভালো তবে ছেড়ে যাওয়া এত সহজ নয় পিচকি!
লেখক বলেছেন:
আপু!
আপনি একদম মনের কথাটাই বলেছেন
তাই ফিরে আসতেই হচ্ছে...
শেকলের বাঁধন বলে কথা
আপু!
আপনি একদম মনের কথাটাই বলেছেন
তাই ফিরে আসতেই হচ্ছে...
শেকলের বাঁধন বলে কথা
পরিবেশ বন্ধু বলেছেন:
কবিতার ছান্দসিক কথা
ভাল হতে আরও ভালো
খুজে কত অচেনা সত্যতা
বাড়ে হৃদয়ের সঞ্চিত আলো
শুভকামনা তাই
ভাল থাকা চাই
কবিতার ছান্দসিক কথা
ভাল হতে আরও ভালো
খুজে কত অচেনা সত্যতা
বাড়ে হৃদয়ের সঞ্চিত আলো
শুভকামনা তাই
ভাল থাকা চাই
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ মাসুদ ভাই.
অচিরেই ফিরছি.
অনেক ধন্যবাদ মাসুদ ভাই.
অচিরেই ফিরছি.
নিয়েল ( হিমু ) বলেছেন:
কবিতা গুলো ভাল লেগেছে । কিন্তু আপনার কি হল ? শিরনাম এমন কেন ?
লেখক বলেছেন:
কতো কিছু হয়ে গেছে?
সব ভেঙ্গে চুরে আবার ফিরে আসছি
জীবন-মৃত চির অমর হয়ে
কতো কিছু হয়ে গেছে?
সব ভেঙ্গে চুরে আবার ফিরে আসছি
জীবন-মৃত চির অমর হয়ে
পরিবেশ বন্ধু বলেছেন:
আমাদের কেন্ত্রিয় উপদেষ্টা পরিচালনা কমিটির নাম সমুহ প্রধান
পাতায় বিশেষ ভাবে সংরক্ষণ করার অভিপ্রায় রইল ।
বাংলাদেশ ব্লগ অনলাইন অফ্লাইন অ্যাক্টিভিটেজ কেন্ত্রিয় কমিটি
প্রধান উপদেষ্টা *** আল্লামা ডঃ ম , মাসউদ মিয়া সৈয়দ শাহী । কবি /
সম্পাদক / গবেষক / সংঘটক । সভাপতি বাংলাদেশ জাতীয় সাহিত্য পরিষদ ।
উপদেষ্টা ** মোছা ঃ কাজী জায়নকি আরা , আরজু , লেখিকা ও সাঙ্ঘটনিক ।
উপদেষ্টা ** মোহাম্মদ মিরাজ খান বাধন হারা , কবি ও সমাজ সেবক
উপদেষ্টা ** মো শফিউল আলম বিপ্লব , ইঞ্জিনিয়ার কম্পিউটার বিজ্ঞান ও এম ডি বিজ্ঞান প্রযুক্তি কোম্পানি ।
উপদেষ্টা ** মো সাইফ সামির কবি ও সাংঘটনিক ।
সদস্য * কাজী সাব্রিনা সারোযার স্বর্ণা , লেখিকা কলামিস্ট সাংঘটনিক ।
সদস্য , ইখতামিন , লেখক ও ব্লগার ।
সদস্য * সায়মন বিপ্লব অপূর্ণ , কবি ও সাংঘটনিক , আলোর মিছিল । নাইমুর রহমান অপূর্ব , কলামিস্ট সাংবাদিক , অভজারবার ।
ও আরও অনেকেই ।
বি< দ্র। আপনারা আমাদের কে সরাসরি অনুষ্ঠানে পাবেন না / শুধু
ইন্টারন্যাট এর মাধ্যমে সকল যোগাযোগ এবং সহযোগিতা থাকবে ।
পাতায় বিশেষ ভাবে সংরক্ষণ করার অভিপ্রায় রইল ।
বাংলাদেশ ব্লগ অনলাইন অফ্লাইন অ্যাক্টিভিটেজ কেন্ত্রিয় কমিটি
প্রধান উপদেষ্টা *** আল্লামা ডঃ ম , মাসউদ মিয়া সৈয়দ শাহী । কবি /
সম্পাদক / গবেষক / সংঘটক । সভাপতি বাংলাদেশ জাতীয় সাহিত্য পরিষদ ।
উপদেষ্টা ** মোছা ঃ কাজী জায়নকি আরা , আরজু , লেখিকা ও সাঙ্ঘটনিক ।
উপদেষ্টা ** মোহাম্মদ মিরাজ খান বাধন হারা , কবি ও সমাজ সেবক
উপদেষ্টা ** মো শফিউল আলম বিপ্লব , ইঞ্জিনিয়ার কম্পিউটার বিজ্ঞান ও এম ডি বিজ্ঞান প্রযুক্তি কোম্পানি ।
উপদেষ্টা ** মো সাইফ সামির কবি ও সাংঘটনিক ।
সদস্য * কাজী সাব্রিনা সারোযার স্বর্ণা , লেখিকা কলামিস্ট সাংঘটনিক ।
সদস্য , ইখতামিন , লেখক ও ব্লগার ।
সদস্য * সায়মন বিপ্লব অপূর্ণ , কবি ও সাংঘটনিক , আলোর মিছিল । নাইমুর রহমান অপূর্ব , কলামিস্ট সাংবাদিক , অভজারবার ।
ও আরও অনেকেই ।
বি< দ্র। আপনারা আমাদের কে সরাসরি অনুষ্ঠানে পাবেন না / শুধু
ইন্টারন্যাট এর মাধ্যমে সকল যোগাযোগ এবং সহযোগিতা থাকবে ।
লেখক বলেছেন:
ভাই.
কিছুই তো বুঝলাম না
ভালো থাকবেন.
ভাই.
কিছুই তো বুঝলাম না
ভালো থাকবেন.
সেলিম আনোয়ার বলেছেন:
vai apni kemon achhen?dhirgo biroti dilen......onek miss korechhi..........valo achhen nischoy..asha kori osustho non
লেখক বলেছেন:
এখন অনেকটা সুস্থ বোধ করছি.
মানসিক ও শারীরিক দুটোই.
আমিও আপনাদেরকে মিস করেছি অনেক.
ভালো থাকুন.
এখন অনেকটা সুস্থ বোধ করছি.
মানসিক ও শারীরিক দুটোই.
আমিও আপনাদেরকে মিস করেছি অনেক.
ভালো থাকুন.
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল:++++++++++
অভিমান করে হয় না কোন কিছুর সমাধা
দো'য়া করি ভালো থাকুন দিবস ও যশদা।
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
ভালো লাগল:++++++++++
অভিমান করে হয় না কোন কিছুর সমাধা
দো'য়া করি ভালো থাকুন দিবস ও যশদা।
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
লেখক বলেছেন:
এই তো আমি ফিরে আসছি খন
আমি ভালো আছি.
আপনিও ভালো থাকুন.
এই তো আমি ফিরে আসছি খন
আমি ভালো আছি.
আপনিও ভালো থাকুন.
হতাশা ভাল লাগে না।