বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৩

ভারসনঃ– Ɩㄣᄅ0.01.01.001

প্রথম প্রকাশঃ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫২

সামহোয়্যারইন ব্লগ




হয়তো বা,
আমি তোমার যোগ্য ছিলাম না
ছিলাম না তোমার ভালোবাসার যোগ্য
তোমার প্রেমময় হৃদ্যতার কাছে আমি পরাজিত
হতে পারে, তাতে কী–––
তোমার চন্দ্রালোকের একটুখানি আলোকচ্ছটা
যা ছুঁয়ে গিয়েছিল আমার হৃদয়ে
মরমের ভাঁজে ভাঁজে
কোনও এক কালে––– স্মরণের কালে

আমি যে ওতেই ধন্য হয়ে গিয়েছিনু
তবু মনে রয়েছে
তোমার ছোট তীরষ্কার
রাগ মিশ্রিত কথা
কিঞ্চিত ভালো লাগা––– এক চিলতে হাসি
মম হৃদয়ে আছে গাঁথা
আমি যে ভুলিতে পারছিনা তা–––

বেদনার রজনী হেরি
আজি এই বোশেখির গোধূলী লগনে
খুব মনে পড়িছে তোমায়
ভীষণ একাকীত্বের এই তেপান্তরে।।

মহাকাশ থেকে বলছি তোমায়
শুভ নববর্ষ––– ১৪২০ বঙ্গাব্দ
শুনতে পাচ্ছো কী...
Ɩㄣᄅ0˙0Ɩ˙0Ɩ˙00Ɩ ........................


উৎসর্গঃ
আকাশকে, যা পৃথিবীকে জড়িয়ে রাখে পরম ভালোবাসায়
বাতাসকে, যার অপূর্ব ছোঁয়ায় মানুষের দেহ-মন-প্রাণ জুড়িয়ে যায়।।

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শুভ নববর্ষ ;



৩৮টি মন্তব্য
১. ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৬
শায়মা বলেছেন: বাব্বা !!!!!!!!!


এত দুঃখ !!!


এত বেদনা!!!!!!!


এত ভালোবাসা!!!!!!!!!!
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪
লেখক বলেছেন:
হুমমমমমমম

কিছুটা দুঃখ তো থাকতেই হবে... :P

সবই তো ভালোবাসা :)

অনেক ধন্যবাদ আপু.
ভালো থাকুন.
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩
লেখক বলেছেন: অগ্রিম নববর্ষের শুভেচ্ছা রইল :)
২. ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৭
আমি বাঁধনহারা বলেছেন:






কবিতায় প্লাস:++++++++++


ভালো লাগল!!মন ছুঁয়ে গেল!!
খুব আবেগমাখা একটি কবিতা
তব মনে আসুক সুখের বারতা।



ভালো থাকবেন
মনে রাখবেন!!!
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৯
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ কবি ভাই.

আপনিও ভালো থাকুন. :)
শুনলাম আপনি নাকি বিয়ে-শাদি করছেন ;)
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২২
লেখক বলেছেন: অগ্রিম নববর্ষের শুভেচ্ছা রইল :)
৩. ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ++++++++++++
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২১
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ পথিক ভাই. :)
অনেক ভালো থাকুন

অগ্রিম নববর্ষের শুভেচ্ছা রইল ;)
৪. ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬
সেলিম আনোয়ার বলেছেন: চতুর্থ ভাল লাগা।
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২২
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সেলিম ভাই.
অনেক ভালো থাকুন :)
অগ্রিম নববর্ষের শুভেচ্ছা রইল
৫. ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩২
রোেক্য়া ইসলাম বলেছেন: শুভ নববর্ষ............।
ভালো কাটুক ১৪২০ সালের প্রতিটি খন।
অনেক অনেক শুভেচ্ছা।
১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
লেখক বলেছেন:
আপনাকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল...................

ভালো থাকুন
শুভ কামনা রইল
৬. ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩
জাকারিয়া মুবিন বলেছেন:
আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।
১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে

ভালো থাকুন
শুভ কামনা রইল
৭. ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।
কবিতায় ++++++++++++
১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
লেখক বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ আপনাকে
আপনাকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল...................

ভালো থাকুন
শুভ কামনা রইল
৮. ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫০
মামুন রশিদ বলেছেন: শুভ নববর্ষ :)
১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
লেখক বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ আপনাকে
আপনাকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল...................

ভালো থাকুন
শুভ কামনা রইল
৯. ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১২
তারছেড়া লিমন বলেছেন: শুভ নববর্ষ............।
১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
আপনাকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল...................

ভালো থাকুন
শুভ কামনা রইল
১০. ১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৩
স্নিগ্ধ শোভন বলেছেন:

বেদনার রজনী হেরি
আজি এই বোশেখির গোধূলী লগনে
খুব মনে পড়িছে তোমায়
ভীষণ একাকীত্বের এই তেপান্তরে।।


সুন্দর!!!
অনেক অনেক ভালোলাগা নিবেন ।



শুভ নববর্ষ !!!
১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
লেখক বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)
আপনাকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল...................

ভালো থাকুন
শুভ কামনা রইল
১১. ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৫
আমিনুর রহমান বলেছেন:

শুভ নববর্ষ ।
!:#P !:#P !:#P
১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
আপনাকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল...................

ভালো থাকুন
শুভ কামনা রইল
১২. ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: শুভনববর্ষ
শুভেচ্ছা অনেক
১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
লেখক বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ আপনাকে
আপনাকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল...................

ভালো থাকুন
শুভ কামনা রইল
১৩. ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সে কে, ইখতামিন?

নববর্ষের অনেক শুভেচ্ছা রইল। কোথাও কি ঘুরতে গিয়েছিলেন? 'ভারসনঃ– Ɩㄣᄅ0.01.01.001' এটা কোন ভার্শান?
১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
লেখক বলেছেন:
তা তো জানিনা..........
বোধ হয় অজানা কেউ :P

আপনাকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল...................

হুম... গিয়েছিলাম, শাহবাগে
মঙ্গল প্রদীপ জ্বেলেছিলাম

এটা মনে হয় নববর্ষের কল্পনিক ভার্সন :)

ভালো থাকুন
শুভ কামনা রইল
১৪. ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
আশিক মাসুম বলেছেন: চারপাশে এতো মানুষ থাকতে আকাশ বাতস কে উৎসর্গ করেন মিয়া X( X( =p~ :P


নতুন বছরের শুভেচ্ছা।
১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
লেখক বলেছেন:
সবাই-তো চারপাশের মানুষকে-ই উৎসর্গ করে...
আমি না হয় একটু অন্যরকম কিছুকে উৎসর্গ করলাম
ক্ষতি কী তাতে :)

অনেক অনেক ধন্যবাদ আপনাকে
আপনাকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল...................

ভালো থাকুন
শুভ কামনা রইল
১৫. ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
জানতে চায় বলেছেন: :D
১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১০
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে-O
আপনাকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল...................

ভালো থাকুন
শুভ কামনা রইল :) :)
১৬. ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৬
এরিস বলেছেন: বেদনার রজনী হেরি
আজি এই বোশেখির গোধূলী লগনে
খুব মনে পড়িছে তোমায়
ভীষণ একাকীত্বের এই তেপান্তরে।।


শুধু বোশেখির গোধূলী লগনে মনে পড়েই এই কবিতা...!! সারাদিন মনে পড়লে কি পড়তে পারতাম, আল্লাহ্‌ মালুম... !!!
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৯
লেখক বলেছেন:
হা হা হা
কী যে বলেন না.........

অনেক অনেক ধন্যবাদ এরিস

ভালো থাকুন
শুভ কামনা রইল :)
১৭. ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩১
অনীনদিতা বলেছেন: মানুষ কি চোক্ষে লাগেনা।এ্ত মানুষ থাকতে আকাশ বাতাস কেই পাইলেন;)
কবিতা দারুন হয়েছে।
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৭
লেখক বলেছেন:
না............
চোখে শুধু আকাশ আর বাতাস (!) দেখা যায় :P :P :P

অনেক ধন্যবাদ অনীনদিতা
ভালো থাকুন
শুভ কামনা রইল :)
১৮. ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
শ্রাবণ জল বলেছেন: ভাল লেগেছে।
ভাল থাকুন।
১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ শ্রাবণ আপু
আপনিও ভালো থাকুন
শুভ কামনা রইল :)

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন