প্রথম প্রকাশঃ ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮
সামহোয়্যারইন ব্লগ
কয়েক মাস আগের কথা। তখন সামহোয়্যারইন ব্লগে প্রায়ই লগিন সমস্যা হতো। সেই সময়ে কোনও একজনের অনুরোধে একটা পোস্ট লিখেছিলাম। এটাই সেই পোস্ট। এই পোস্ট টা দিয়ে তখন আমিও খুব উপকৃত হয়েছিলাম। সামু'র "উৎকৃষ্টতম বন্ধু " lazarus নামের একটা ফায়ারফক্স Add-on এর সন্ধান দিয়েছিলেন। আমি এখনও সেটা ব্যবহার করি। যদিওচ তাকে কখনও ধন্যবাদ জানানো হয়নি। অনেকেরই উপকারে আসতে পারে, তাই আবার প্রকাশ করলাম (মন্তব্য সহকারে)।
একজন ব্লগার তার তৈরী পোস্টটি সাজাতে অনেক সময় ব্যয় করেন। ভেবে চিন্তে ক্ষুদ্র-ক্ষুদ্র অনেক সংযোজন-বিয়োজন অথবা সংশোধন করতে হয়। অধিকাংশ সময়েই এর আরেকটি কপি তার কাছে থাকেনা। এই যখন অবস্থা। তখন বহু কষ্টে গড়া পছন্দের মতো করে সাজিয়ে তোলা পোষ্টটি সেইভ করার জন্য কিংবা ব্লগে প্রকাশ করার বাটন চাপা হলো- অমনি স্ক্রিনে ভাসল- এরর। এবং আপনাকে পাঠিয়ে দেওয়া হলো প্রথম পাতায়। একই সাথে আপনি লগ আউট। তখন আপনি কী করবেন? রাগে-ক্ষোভে হয়তো আপনার বানানো গল্প বা কবিতাটি ভুলেও যেতে পারেন। অথবা কিছু HTML লিংক হারিয়েও ফেলতে পারেন। যাকে বলা সামু'র পোস্ট বিপর্যয়। এই ধরণের পরিস্থিতিতে অনেকে মানসিক ভাবেও বিপর্যস্ত হন। তখন মনে হয় বুকের ভেতর কেউ যেন সুঁই বিঁধিয়ে চেপে ধরেছে। এবং বুকের মাঝে চিন চিন ব্যথা শুরু হয়ে যায়। আহা! কতো কষ্টে সৃজিত কবিতা। কতো ভাবনার পর একটা গল্প। যাই হোক- আপনাদের এতো টেনশন করার কিছুই নেই। আমি আছি না? আমার কাছে কয়েকটি উপায় আছে আপনার জন্য-
এমনটি কিভাবে ঘটে?
○১. লিখতে বেশী সময় নিলে অনেক সময় লগ ইন বিচ্ছন্ন হয়ে যায়। যাকে বলা হয় সামুর প্রসেসিং প্রবলেম।
○২. বিকেল বেলা যদি আপনি লিখতে থাকেন। লিখতে লিখতে সময়ের কাঁটা ০৫:০০ টা অতিক্রম করলে অটোমেটিক ০৫:০০:০১ সেকেন্ডে আপনি লগ আউট হয়ে যাবেন। (যেমনটা ঢাকায় হয়)
সমাধান...
○১. যেটা সামু ঘেটে পেয়েছি- আপনি লেখা শেষ করে সেইভ কিংবা পোস্ট করার আগে অবশ্যই অন্য একটি নোটপ্যাড বা ওয়ার্ড প্রসেসরে কপি করে রাখুন । এবং পুনরায় লগ ইন করে আবার কষ্ট করে না লিখে কপি করা টেক্সটটি পেস্ট করে আবার পোস্ট করুন ।
○২. আপনার যদি অটো ড্রাফট্ অপশনটি চালু থাকে- তাহলে পোস্টটি অবশ্যই অটো ড্রাফট্ হয়ে থাকবে, আপনি অটো ড্রাফট্ অংশ থেকে কাঙ্খিত পোস্টটির সর্বশেষ আপডেট হওয়া কপিটি খুঁজে নিয়ে এডিট করে পোস্ট করুন।
এই লেখার সূত্রপাতঃ
আজ বিকেলে এক ব্লগারের কোনও এক কবিতার পোস্টে কমেন্ট করতে গিয়ে দেখি- তিনি লিখেছেন-
মনটা খুব খারাপ হয়ে গেলো
অনেক কষ্ট করে একটা লেখা লিখলাম।
কিন্তু পোষ্ট সেইভ করুন বাটনে চাপ দিতেই কোথায় যেন হারিয়ে গেল।
আমি সারদিনে একটা গল্প লিখে ছিলাম
আমিও প্রথম প্রথম এমন অভিজ্ঞতার শিকার হয়েছিলাম। তাই শিখে নিয়েছি। আপনাদের কাজে লাগতে পারে। তাই দিয়ে দিলাম। লেখার হাত হয়তো ততটা ভালো না। ভালো লাগলে জানাবেন। এছাড়া কারও যদি আরও কিছু জানা থাকে শেয়ার করতে ভুলবেন না প্লীজ।
প্রকাশ করা হয়েছে: কলকব্জা বিভাগে ।
৫৩টি মন্তব্য
লেখক বলেছেন: ওহ. মাই গড.
আমি কি গল্প লিখতে পারবো?
আমি কি গল্প লিখতে পারবো?
লেখক বলেছেন: না স্বর্ণাপু. আমিও খুব সমস্যায় পড়ছি।
এই মূহুর্তে সামু'র মাথা মুণ্ডু খারাপ হয়ে গেছে।
আমি পোস্ট দিয়েছি না.
আমি কিন্তু কোনও পোস্ট এডিট করিনি। আপনি নিচে এডিট টাইম দেখতে পারেন।
ভয় পেলুম.
এই মূহুর্তে সামু'র মাথা মুণ্ডু খারাপ হয়ে গেছে।
আমি পোস্ট দিয়েছি না.
আমি কিন্তু কোনও পোস্ট এডিট করিনি। আপনি নিচে এডিট টাইম দেখতে পারেন।
ভয় পেলুম.
shfikul বলেছেন:
+++
লেখক বলেছেন: আপনাকেও অনেকগুলো ধন্যবাদ.
মাক্স বলেছেন:
কোন ব্লগারের গল্পটা মিস করলাম। জানতে চাই
লোনলিফাইটার বলেছেন:
পুরান জিনিষ
লেখক বলেছেন: পুরনো জিনিস বটে.
তাহলে শিরোনামে এড করে দেই। (নতুনদের জন্য )
আপনার ট্রেডমার্ক ইমো
তাহলে শিরোনামে এড করে দেই। (নতুনদের জন্য )
আপনার ট্রেডমার্ক ইমো
এম . এম ওবায়দুর রহমান বলেছেন:
ভালো পরামর্শ
লেখক বলেছেন: হুমম. আপনাকে অসংখ্য ধন্যবাদ.
পাশে থাকবেন/
পাশে থাকবেন/
লেখক বলেছেন: হুমম. এ্যাডঅন টা বোধ হয় দারুণ কাজের?
থ্যাংক্স ব্রো.....
থ্যাংক্স ব্রো.....
*কুনোব্যাঙ*
বলেছেন:
আমার একবার এমন হইছিল। সারারাত ধরে পোষ্ট লিখে লিংক ছবি যোগ করে
সেভ করতে গিয়ে হারিয়ে ফেললাম। বিশাল দুঃখ পাইছিলাম। পরে শুধু ছবি আর লিংক
দিয়ে আবার পোষ্ট করি।
এই সেই পোষ্ট
এই সেই পোষ্ট
লেখক বলেছেন: হুমম. বলতেই হবে.
আপনার পোস্টটি পড়ার সাহস পাইনি।
দেখেই বুঝে ফেলেছি- আপনি কতোটা কষ্ট করে পোস্ট তৈরী করেছিলেন।
আপনি কি আটলান্টিকের ওপারে থাকেন?
আপনার পোস্টটি পড়ার সাহস পাইনি।
দেখেই বুঝে ফেলেছি- আপনি কতোটা কষ্ট করে পোস্ট তৈরী করেছিলেন।
আপনি কি আটলান্টিকের ওপারে থাকেন?
নিয়েল ( হিমু ) বলেছেন:
ভাল ভাল । ধৈন্না অনেকের কাজে দিবে পোষ্ট ।
তবে আমার কাজে দিবে না
আমি মোবাইলে লিখে ইমেইলে নিজেই নিজেকে পাঠিয়ে পরে PC থেকে দেই । এতে একটুও প্রবলেম হয় না ।
তবে আমার কাজে দিবে না
আমি মোবাইলে লিখে ইমেইলে নিজেই নিজেকে পাঠিয়ে পরে PC থেকে দেই । এতে একটুও প্রবলেম হয় না ।
লেখক বলেছেন: কীরে খোকা?
তো কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি.
আর এখন তুই আমার খবরই রাখিস না
এটি একটি সংলাপ:
)
তো কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি.
আর এখন তুই আমার খবরই রাখিস না
এটি একটি সংলাপ:
)
গুরুমিয়াঁ বলেছেন:
আমার ও একবার হয়েছিলো, পরে আর ভাল করে লিখতে পারিনি।
অর্ধেকের বেশি ভুলে গিয়েছিলাম।খুব কষ্ট পেয়েছিলাম।
অর্ধেকের বেশি ভুলে গিয়েছিলাম।খুব কষ্ট পেয়েছিলাম।
লেখক বলেছেন: এটাই কি সেই পোস্ট?
কী ভয়ঙ্কর!!
আমার মনে হয় সাপের বিষে আপনার এমন অবস্থা হয়েছিল
কী ভয়ঙ্কর!!
আমার মনে হয় সাপের বিষে আপনার এমন অবস্থা হয়েছিল
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন:
lazarus নামের একটা ফায়ারফক্স অ্যাডঅন আছে। অইটা আপনার লেখাগুলাকে অটো সেভ করে রাখবে।
সবারই উচিত লেখাটা আগে এম এস ওয়ার্ডে লিখা। তার পর সামুতে কপি করা।
সবারই উচিত লেখাটা আগে এম এস ওয়ার্ডে লিখা। তার পর সামুতে কপি করা।
লেখক বলেছেন: হুমম. অ্যাডঅন টা দেখেছি।
ইনস্টল করবো।
ভালো থাকবেন উৎকৃষ্টতম বন্ধু
ইনস্টল করবো।
ভালো থাকবেন উৎকৃষ্টতম বন্ধু
অদ্বিতীয়া আমি বলেছেন:
খুব ভাল ব্যাপারে লিখছেন । কাল একটা পোস্ট দিতে যেয়ে এমন হল । খুব বিরক্ত লাগে এমন হলে
লেখক বলেছেন: খুবই বিরক্তিকর....
ভালো থাকবেন.
ভালো থাকবেন.
*কুনোব্যাঙ* বলেছেন:
কোথায় থাকি সেটা সিক্রেট!! প্যাসিফিকের ওপারেও থাকতে পারি। জায়গা কিন্তু একই
লেখক বলেছেন: আমি নিশ্চিত..
আপনি USA বা তার কাছাকাছি কোথাও থাকেন.
অন্তত. আমার মন বলছে..
আপনি USA বা তার কাছাকাছি কোথাও থাকেন.
অন্তত. আমার মন বলছে..
মামুন রশিদ বলেছেন:
প্রায়ই এমনটা ঘটে, খুব বিরক্তি লাগে । কেজো পরামর্শের জন্য ধন্যবাদ ।
লেখক বলেছেন: মামুন৬৫৩ আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
প্রিয়তমেষূ বলেছেন:
আমিও প্রথম প্রথম এমন অভিজ্ঞতার শিকার হয়েছিলাম।
লেখক বলেছেন: আমিও হতাম।
ধন্যবাদ প্রিয়তমেষূ
ধন্যবাদ প্রিয়তমেষূ
চেয়ারম্যান০০৭ বলেছেন:
আমি সাধারনত অনুজীব ভাইয়ের কমেন্টস এ দেয়া সফটওয়ার টি ব্যাবহার করি।পোস্ট হারানোর চান্স নাই
লেখক বলেছেন: হুমম. ভাবছি এটাই করতে হবে..
ভালো থাকবেন. মনে রাখবেন.
ভালো থাকবেন. মনে রাখবেন.
লেখক বলেছেন: হাহাহা
*কুনোব্যাঙ*
বলেছেন:
হা হা হা , , , যেখানেই থাকিনা কেন আমার পাসপোর্ট কিন্তু খাঁটি
বাংলাদেশী এবং বাংলাদেশ ভিন্ন অন্য কোন দেশে আমার স্থায়ী বসতির অনুমোদন
নেই।
লেখক বলেছেন: হুমম.
কেমন আছেন.
কেমন আছেন.
লেখক বলেছেন:
১০০ টা ধন্যবাদ আপনাকে
আমার ছবির কী খবর?
১০০ টা ধন্যবাদ আপনাকে
আমার ছবির কী খবর?
শূন্য পথিক বলেছেন:
অটো ড্রাফ্ট আছে না!
লেখক বলেছেন: lazarus আছে না.
আপনিও কতো দিন পর আসলেন.
মনে রাখবেন.
আপনিও কতো দিন পর আসলেন.
মনে রাখবেন.
অনীনদিতা বলেছেন:
ফিরে পাবো কিভাবে
লেখক বলেছেন:
যেহেতু হারিয়েই ফেলেছেন। আমি আশাকরি অটোড্রাফট্ হয়েছে।
সেই ক্ষেত্রে আপনি তীর চিহ্নিত স্থান থেকে নিয়ে নেবেন।
ভালো থাকবেন.
যেহেতু হারিয়েই ফেলেছেন। আমি আশাকরি অটোড্রাফট্ হয়েছে।
সেই ক্ষেত্রে আপনি তীর চিহ্নিত স্থান থেকে নিয়ে নেবেন।
ভালো থাকবেন.
ইখতামিন
বলেছেন:
I'm so sorry that I can't replying your comments. coz my PC is
in some problems. so I need to windows setup. then i reply.
অনীনদিতা বলেছেন:
লেখক বলেছেন: আপনার কি হয়েছেৎ?
নিরপেক্ষ মানুষ বলেছেন:
পোস্টের জন্য ধইন্য।অফিসে লিখে তারপর সেখান থেকে কপি পেস্ট করে দিলে সবচাইতে ভালা হয়
লেখক বলেছেন: হুমম.
এটাও একটা পদ্ধতি.
তবে অনুজীবের দেয়া লিংকটি অনেক কার্যকরী
এটাও একটা পদ্ধতি.
তবে অনুজীবের দেয়া লিংকটি অনেক কার্যকরী
উড়োজাহাজ বলেছেন:
ভালো লাগলো+++++
লেখক বলেছেন: ধন্যবাদ
ফারিয়া বলেছেন:
আমার প্রথম প্রথম একবার হওয়ার পর আমিও অন্যকোথাও সেভ করে তারপর সেভ বাটনে ক্লিক করতাম!
লেখক বলেছেন:
ওয়েলকাম টু মাই ব্লগ.
আমার এখনও প্রায়ই হয়
অন্যকোথায় সেভ করতে প্রায়ই ভুলে যাই.
ওয়েলকাম টু মাই ব্লগ.
আমার এখনও প্রায়ই হয়
অন্যকোথায় সেভ করতে প্রায়ই ভুলে যাই.
মনিরা সুলতানা বলেছেন:
কাজে র পোস্ট
লেখক বলেছেন:
ওয়েলকাম টু মাই ব্লগ.
কেমন আছেন.
ওয়েলকাম টু মাই ব্লগ.
কেমন আছেন.
গল্প পড়তে চাই