প্রথম প্রকাশঃ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯|
সামহোয়্যারইন ব্লগ
সেই সব দিনগুলি কেনো জানি
ভাবনার পাতা থেকে যায় হারিয়ে
শুধু মনে থাকে নীপ বালিকার কথা
খুব বেশিদিন হয়নি,
তবু যেনো স্মৃতি-পাতা...
কোথায় সেই শুকতারা,
আজ ম্লান বদনে পড়ে আছে
মহাকাশের কোনও এক অলিন্দে (!)
অনুজ্জল, ফ্যাকাসে তারার মতো
কোথায় তার সোনালী পাতার চিঠিগুলি
হয়তো সেগুলো ছিঁড়ে গেছে
কর্ম্মকারদের হাতুড়ির পিটুনিতে।
তবুও
অসহায় বিরস কবি তার
ছেঁড়া খেরোখাতার পাতাগুলো
হাতড়ে বেড়ায়। কেবলই বৃথা...
শব্দের বালুকণাগুলি আজ রাজপথে
কারও ভাষায়- ''বাসন্তী বালিকা'' সেজে
পিষে গেছে যানের তলায়।।
উৎসর্গ -
হ্যাঁ! তোমাকেই।
জানি, তুমিই বুঝবে এই কবিতার কথা।
বহুদিন পর তোমাকে লিখছি,
তাই বলে ভেবোনা, আমি ভুলেছি তোমায়।
৬২টি মন্তব্য
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই.
ভালো থাকবেন.
অনেক ধন্যবাদ ভাই.
ভালো থাকবেন.
শায়মা বলেছেন:
সেই নীপবালিকা কি ব্লগ পড়ে???
তাইলে তার জন্য একটা গান
এসো নীপবনে ছায়াবিথী তলে
এসো করো স্নান নবধারা জলে ......
তাইলে তার জন্য একটা গান
এসো নীপবনে ছায়াবিথী তলে
এসো করো স্নান নবধারা জলে ......
লেখক বলেছেন:
তা তো বলতে পারি না...
গানটা সুন্দর
পারলে অডিও লিংক দেবেন.
ভালো থাকুন.
তা তো বলতে পারি না...
গানটা সুন্দর
পারলে অডিও লিংক দেবেন.
ভালো থাকুন.
লেখক বলেছেন:
এই যে নিয়েল!
কেমন আছেন?
তাই নাকি, কালকেও কিন্তু এক কবিতায় ইমো দেখেছিলাম.
যাই হোক, এইটা নতুন সভ্যতা
আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম.
ভালো থাকুন
এই যে নিয়েল!
কেমন আছেন?
তাই নাকি, কালকেও কিন্তু এক কবিতায় ইমো দেখেছিলাম.
যাই হোক, এইটা নতুন সভ্যতা
আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম.
ভালো থাকুন
তাসনুভা সাখাওয়াত বিথি বলেছেন:
পোস্টের ছবিটা জাস্ট ওয়াও
লেখক বলেছেন:
হাহাহ.
কবিতার আগা-মাথা কিছুই ভালো হয়নি.
ইদানিং কবিতা লিখতে পারি না.
হাহাহ.
কবিতার আগা-মাথা কিছুই ভালো হয়নি.
ইদানিং কবিতা লিখতে পারি না.
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই.
আপনিও ভাল থাকুন.
অনেক অনেক ধন্যবাদ ভাই.
আপনিও ভাল থাকুন.
রহস্যময়ী কন্যা বলেছেন:
সুন্দর কবিতা।ছবিটা আরো বেশি সুন্দর......
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকবেন.
অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকবেন.
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আরমান ভাই.
ভালো থাকবেন.
অনেক অনেক ধন্যবাদ আরমান ভাই.
ভালো থাকবেন.
লেখক বলেছেন:
হাহাহা.
অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকবেন.
@নীপবালিকা! (হাওয়ায় উড়িয়ে দিলাম)
দেখি কে আসে!!
হাহাহা.
অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকবেন.
@নীপবালিকা! (হাওয়ায় উড়িয়ে দিলাম)
দেখি কে আসে!!
সিয়ন খান বলেছেন:
যে বোঝার সে তাড়াতাড়ি বুঝে নিক
লেখক বলেছেন:
হাহাহা.
যে বোঝার সে তাড়াতাড়ি বুঝে নিক (সহমত)
আপনি ভালো থাকুন.
হাহাহা.
যে বোঝার সে তাড়াতাড়ি বুঝে নিক (সহমত)
আপনি ভালো থাকুন.
লেখক বলেছেন:
আপনিও অনেক অনেক ভালো থাকুন.
শুভ কামনা.
আপনিও অনেক অনেক ভালো থাকুন.
শুভ কামনা.
লেখক বলেছেন:
হাহাহা.
ঠিক আছে,
অনেক অনেক ধন্যবাদ জাকারিয়া ভাই.
ভালো থাকবেন.
হাহাহা.
ঠিক আছে,
অনেক অনেক ধন্যবাদ জাকারিয়া ভাই.
ভালো থাকবেন.
লেখক বলেছেন:
আপনাকেও অনেক অনেক কৃতজ্ঞতা,
ভালো থাকবেন.
আপনাকেও অনেক অনেক কৃতজ্ঞতা,
ভালো থাকবেন.
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে,
অনেক ব্যস্ততার পরও কবিতাটা পড়েছেন.
কিছুটা দুঃখের বটে...
ভালো থাকবেন.
শুভ কামনা রইল সব সময়.
অনেক অনেক ধন্যবাদ আপনাকে,
অনেক ব্যস্ততার পরও কবিতাটা পড়েছেন.
কিছুটা দুঃখের বটে...
ভালো থাকবেন.
শুভ কামনা রইল সব সময়.
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই.
যেহেতু আপনাদের কাছে বেমানান লাগছে, তাই মুছে ফেলেছি.
ভালো থাকবেন.
অনেক অনেক ধন্যবাদ ভাই.
যেহেতু আপনাদের কাছে বেমানান লাগছে, তাই মুছে ফেলেছি.
ভালো থাকবেন.
মোঃ নুর রায়হান বলেছেন:
ইখতামিন ভাই, আপনি এতো সুন্দর কবিতা লিখেন আগে জানতাম না। এই জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।
আপনার লেখার মাঝে আমিও তাকে খুঁজে পাই।
সত্যিই সে অনেক ভাগ্যবতী, যাকে এই কবিতা উৎসর্গ করেছেন।
আপনার লেখার মাঝে আমিও তাকে খুঁজে পাই।
সত্যিই সে অনেক ভাগ্যবতী, যাকে এই কবিতা উৎসর্গ করেছেন।
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ নুর রায়হান ভাই.
আপনার ভালো লেগেছে জেনে খুউব খুশি হলাম.
যদিও কবিতাটা তেমন ভালো কিছুই হয়নি।
তবে আমি সব কিছুই মোটামুটি চেষ্টা করি।
আমি বুঝলাম না, খুঁজে পেয়েছেন?
আপনি কি তাকে জানেন?
সে তো এই কবিতা নাও পড়তে পারে?
প্লিজ! জেনে থাকলে চেপে যান।
অনেক অনেক ধন্যবাদ নুর রায়হান ভাই.
আপনার ভালো লেগেছে জেনে খুউব খুশি হলাম.
যদিও কবিতাটা তেমন ভালো কিছুই হয়নি।
তবে আমি সব কিছুই মোটামুটি চেষ্টা করি।
আমি বুঝলাম না, খুঁজে পেয়েছেন?
আপনি কি তাকে জানেন?
সে তো এই কবিতা নাও পড়তে পারে?
প্লিজ! জেনে থাকলে চেপে যান।
লেখক বলেছেন:
ভালো থাকবেন.
ভালো থাকবেন.
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ মাক্স.
সরিয়ে দিয়েছি.
ভালো থাকবেন.
অনেক অনেক ধন্যবাদ মাক্স.
সরিয়ে দিয়েছি.
ভালো থাকবেন.
শুকনোপাতা০০৭ বলেছেন:
খুব সুন্দর.. অনেক ভালো লাগল
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপু!
ভালো থাকবেন.
অনেক অনেক ধন্যবাদ আপু!
ভালো থাকবেন.
লেখক বলেছেন:
অসংখ্য ধন্যবাদ যুবায়ের ভাই.
ভাবী কেমন আছে?
ভালো থাকবেন.
শুভ কামনা রইল.
অসংখ্য ধন্যবাদ যুবায়ের ভাই.
ভাবী কেমন আছে?
ভালো থাকবেন.
শুভ কামনা রইল.
গ্রাম্যবালিকা বলেছেন:
এনিমেশন টা খুব সুন্দর।
আমিও তো কবিতায় ইমো দেই, কেউ আমাকে কিচ্ছু বলেনা। তার মানে আমার ওইগুলা কবিতার অধীনে পড়ে না! নাকি ফানি কবিতায় ইমো দেওয়া যায়?
নীপবালিকা কি এসেছিলো? কবে আসবে? শুভকামনা।
আমিও তো কবিতায় ইমো দেই, কেউ আমাকে কিচ্ছু বলেনা। তার মানে আমার ওইগুলা কবিতার অধীনে পড়ে না! নাকি ফানি কবিতায় ইমো দেওয়া যায়?
নীপবালিকা কি এসেছিলো? কবে আসবে? শুভকামনা।
লেখক বলেছেন:
আপনাকে অনেক অনেক ধন্যবাদ.
এই বিষয়ে আমার পুরোপুরি ধারণা নেই. তবে ফানি কবিতায় ইমো দেওয়াটা স্বাভাবিক। আপনার মন খারাপ করার কোনও কারণ নেই।
এসেছিল। জানিনা আবার কবে আসবে!
আপনাকেও শুভ কামনা। ভালো থাকুন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ.
এই বিষয়ে আমার পুরোপুরি ধারণা নেই. তবে ফানি কবিতায় ইমো দেওয়াটা স্বাভাবিক। আপনার মন খারাপ করার কোনও কারণ নেই।
এসেছিল। জানিনা আবার কবে আসবে!
আপনাকেও শুভ কামনা। ভালো থাকুন।
এরিস বলেছেন:
এই কবিতার কথা জানতে পারলে নীপবালিকা উড়াল দিয়ে চলে আসবে। খুব সুন্দর কবিতা ইখতামিন ভাই।
লেখক বলেছেন:
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকবেন.
শুভ কামনা রইল
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকবেন.
শুভ কামনা রইল
মোঃ নুর রায়হান বলেছেন:
ইখতামিন ভাই, ভয় পাবেন না।
আমি বলতে চাচ্ছি ঠিক এরকম একতা কবিতা আমি তাকে উৎসর্গ করতে চাচ্ছিলাম।
আপনার " তাঁকে" আমি ক্যামনে জানবো বলেন?
আপনার "সে" অনেক ভাগ্যবতী ভাই।
এরকম আরও চমৎকার কবিতা উপহার দিন আমাদের।
পথ চেয়ে রইলাম।
আমি বলতে চাচ্ছি ঠিক এরকম একতা কবিতা আমি তাকে উৎসর্গ করতে চাচ্ছিলাম।
আপনার " তাঁকে" আমি ক্যামনে জানবো বলেন?
আপনার "সে" অনেক ভাগ্যবতী ভাই।
এরকম আরও চমৎকার কবিতা উপহার দিন আমাদের।
পথ চেয়ে রইলাম।
লেখক বলেছেন:
হাহাহা.
অভয় পেলাম.
এই কবিতাটাই আপনার বলে তাকে উৎসর্গ করে দিন।
কোনও দাবী নেই।
ওহ. জানেন না. যাক বাব বড় বাঁচা গেল
কিন্তু আমার মাঝে তেমন কিছুই নেই.
আমি তেমন কবিতা লিখতে পারিনা।
মাঝে মাঝে হঠাৎ কীভাবে জানি লিখে ফেলি. আমি নিজেও বলতে পারি না।
তবে আপনার জন্য এই লিংক টা দিলাম । কয়েকটা কবিতা আছে, ভালো লাগলে পড়বেন.
ভালো থাকবেন.
হাহাহা.
অভয় পেলাম.
এই কবিতাটাই আপনার বলে তাকে উৎসর্গ করে দিন।
কোনও দাবী নেই।
ওহ. জানেন না. যাক বাব বড় বাঁচা গেল
কিন্তু আমার মাঝে তেমন কিছুই নেই.
আমি তেমন কবিতা লিখতে পারিনা।
মাঝে মাঝে হঠাৎ কীভাবে জানি লিখে ফেলি. আমি নিজেও বলতে পারি না।
তবে আপনার জন্য এই লিংক টা দিলাম । কয়েকটা কবিতা আছে, ভালো লাগলে পড়বেন.
ভালো থাকবেন.
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ অদ্বিতীয়া
ভালো থাকবেন.
অনেক অনেক ধন্যবাদ অদ্বিতীয়া
ভালো থাকবেন.
পরিবেশ বন্ধু বলেছেন:
ব্লগারদের নিকট সচেতন বার্তা
**************************
ব্লগ বিষয়ে সহজ ভাবে মানুষ কে
জানান , যেন তাদের নানা ক্ষুভ ও ভুল ভেঙ্গে যায়
নয়ত ব্লগার দের ভবিস্যতব্য জীবন নিয়ে এদের রকমারি মতাদর্শে
নানা প্রতিকুলতা দেখা দিতে পারে যা আমাদের মঙ্গলে এখন
প্রেস ব্রিফিং ও মিডিয়ায় প্রচার জরুরি ।
সহজ ব্যক্ষ্যা
ব্লগ কথাটির বাংলা অর্থ আবদ্ধ বা নথি পত্র দলিল দস্তা রাখার বক্স
পরবরতিতে এটাকে আধুনিক বিজ্ঞানী গবেষণায় উন্নত করে লেখার
পড়ার এবং মত প্রকাশের উপযোগী করে সাজানো হয় ।
এখনও সমাজে মানুষ এ বিষয়ে অনেক অজ্ঞ ।
**************************
ব্লগ বিষয়ে সহজ ভাবে মানুষ কে
জানান , যেন তাদের নানা ক্ষুভ ও ভুল ভেঙ্গে যায়
নয়ত ব্লগার দের ভবিস্যতব্য জীবন নিয়ে এদের রকমারি মতাদর্শে
নানা প্রতিকুলতা দেখা দিতে পারে যা আমাদের মঙ্গলে এখন
প্রেস ব্রিফিং ও মিডিয়ায় প্রচার জরুরি ।
সহজ ব্যক্ষ্যা
ব্লগ কথাটির বাংলা অর্থ আবদ্ধ বা নথি পত্র দলিল দস্তা রাখার বক্স
পরবরতিতে এটাকে আধুনিক বিজ্ঞানী গবেষণায় উন্নত করে লেখার
পড়ার এবং মত প্রকাশের উপযোগী করে সাজানো হয় ।
এখনও সমাজে মানুষ এ বিষয়ে অনেক অজ্ঞ ।
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ মাসুদ ভাই.
ভালো থাকুন. নিরাপদে থাকুন.
অনেক অনেক ধন্যবাদ মাসুদ ভাই.
ভালো থাকুন. নিরাপদে থাকুন.
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
যদি আকাশ হত আঁখি
তুমি হতে রাতের পাখি
উড়ে যেতে যেতে
আবার কোথাও দেখা হত নাকি?
যদি আকাশ হত আঁখি
তুমি হতে রাতের পাখি
উড়ে যেতে যেতে
আবার কোথাও দেখা হত নাকি?
লেখক বলেছেন:
সন্ধানে সন্ধানে যায় বয়ে বেলা
আমাকে কাঁদিয়ে কেন এ খেলা?
আমি যে আঁধারে নিজেকে থাকি
উড়ে যেতে যেতে
আবার কোথাও দেখা হত নাকি?
আমি দূরকে কাছে পাব বলে আকাশ হয়েছি
দিন চলে যায় রাত নিভে যায়
কত যে ব্যথা ...
নেটে সার্চ করলাম. গানটা পেলাম না
লিংক দিতে পারবেন.?
ভালো থাকবেন. শুভ কামনা রইল সব সময়.
সন্ধানে সন্ধানে যায় বয়ে বেলা
আমাকে কাঁদিয়ে কেন এ খেলা?
আমি যে আঁধারে নিজেকে থাকি
উড়ে যেতে যেতে
আবার কোথাও দেখা হত নাকি?
আমি দূরকে কাছে পাব বলে আকাশ হয়েছি
দিন চলে যায় রাত নিভে যায়
কত যে ব্যথা ...
নেটে সার্চ করলাম. গানটা পেলাম না
লিংক দিতে পারবেন.?
ভালো থাকবেন. শুভ কামনা রইল সব সময়.
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ তাহমিদ ভাই.
আবারও ধন্যবাদ.
আবারও ধন্যবাদ.
ভালো থাকবেন.
অনেক অনেক ধন্যবাদ তাহমিদ ভাই.
আবারও ধন্যবাদ.
আবারও ধন্যবাদ.
ভালো থাকবেন.
লাবনী আক্তার বলেছেন:
নিঃসন্দেহে ভালো লিখছেন। আর ছবিটা অনেক সুন্দর হইছে।
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপু!
অনেক অনেক ভালো থাকবেন.
অনেক অনেক ধন্যবাদ আপু!
অনেক অনেক ভালো থাকবেন.
লেখক বলেছেন:
লিটন ভাই.
আপনাকে অনেক ধন্যবাদ.
আমার কবিতা পড়ার জন্য না,
নতুন একটা সুন্দর হাসির গল্প খাওয়ানোর জন্য
আপনার গল্পটা পড়ে এত্তো হেসেছি যে, কমেন্ট করতেই ভুলে গেছি। তবে লাইক দিয়েছি.
ভালো থাকুন। শুভ কামনা রইল
লিটন ভাই.
আপনাকে অনেক ধন্যবাদ.
আমার কবিতা পড়ার জন্য না,
নতুন একটা সুন্দর হাসির গল্প খাওয়ানোর জন্য
আপনার গল্পটা পড়ে এত্তো হেসেছি যে, কমেন্ট করতেই ভুলে গেছি। তবে লাইক দিয়েছি.
ভালো থাকুন। শুভ কামনা রইল
ফারজানা শিরিন বলেছেন:
দুঃখ ছাড়া কবিতা ধরা দেয়না ।
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ফারজানা শিরিন
সহমত.
ভালো থাকবেন.
শুভ কামনা রইল
অনেক অনেক ধন্যবাদ ফারজানা শিরিন
সহমত.
ভালো থাকবেন.
শুভ কামনা রইল
শ্রাবণ জল বলেছেন:
বহুদিন পর তোমাকে লিখছি,
তাই বলে ভেবোনা, আমি ভুলেছি তোমায়।
ভুলে যাওয়ার ভান করা যায়। ভোলা যায়না।
কবিতায় ভাল লাগা।
তাই বলে ভেবোনা, আমি ভুলেছি তোমায়।
ভুলে যাওয়ার ভান করা যায়। ভোলা যায়না।
কবিতায় ভাল লাগা।
লেখক বলেছেন:
ভুলে যাওয়ার ভান করা যায়। ভোলা যায়না।
সহমত.
অনেক অনেক ধন্যবাদ আপু!
ভালো থাকবেন.
প্রভু আপনাকে সুস্থ করুন,
শুভ কামনা রইল সব সময়
ভুলে যাওয়ার ভান করা যায়। ভোলা যায়না।
সহমত.
অনেক অনেক ধন্যবাদ আপু!
ভালো থাকবেন.
প্রভু আপনাকে সুস্থ করুন,
শুভ কামনা রইল সব সময়
লেখক বলেছেন:
আপনি মুগ্ধ?
এই পচা কবিতা লিখেও আমি ধন্য.
অনেক অনেক ভালো থাকবেন.
অনেক অনেক শুভ কামনা
আপনি মুগ্ধ?
এই পচা কবিতা লিখেও আমি ধন্য.
অনেক অনেক ভালো থাকবেন.
অনেক অনেক শুভ কামনা
শুভকামনা