শনিবার, ১৩ জুলাই, ২০১৩

পতন

প্রথম প্রকাশ : ২২ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৪৭ (সামু ব্লগ)

দেখেছি পর্বতের ভেঙ্গে পড়া।
প্রকান্ড পাথরের লুটোপুটি
উপত্যকার হাহাকারে উড়ে যাওয়া বালুকারাশি।
ভূ-কম্পন যার নিত্যসঙ্গী।।

দেখেছি নির্জন মরু-ভূমি।


পবনের হুহু কান্নায় তিমির শর্বরী যেথায় ভীত
শুনেছি সেথায় তেপান্তরের আর্ত বিলাপ।।

দেখেছি রক্তিম মহা-সাগর।
উত্তাল তরঙ্গমালা খেলা করে যেথা নিশিদিন
একদা তা শুকিয়ে ফেটে গেছে পাতাল।।

দেখেছি জীবনের সূর্যাস্ত।
একদিন যে ছিল শৌর্য্-বীর্যে সুঠাম
অপ্রতিদ্বন্ধী মহা-বীর,
কালের আবর্তনে - ক্ষণের বিবর্তনে
তার নিষ্প্রাণ নিথর দেহের অসহায়তা।।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন