শনিবার, ১৩ জুলাই, ২০১৩

হাতিরঝিল প্রকল্প নিয়ে কয়েক ছত্র

প্রথম প্রকাশঃ ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬ | 

সামহোয়্যারইন ব্লগ

 -------------------------------------------

কী চমৎকার- যাই বলিহারি!!!






হাতিরঝিলের একটু উন্নতি হইয়াছে- একটু পর পর রাস্তার ধারে ধারে ডাস্টবিন বসানো হইয়াছে.

তবে অবনতিও রহিয়াছে- কাগজের ঠোঙ্গা আর প্লাস্টিকের প্যাকেট ডাস্টবিনের বাহিরে ফেলানো হইয়াছে।

আমরা কি নিজেদের রুচি বদলাইতে পারি? আমাদের জানিয়া রাখা দরকার- যেই দিন আমাদের চারপাশ-আঙ্গিনা পরিচ্ছন্ন হইতে শুরু করিবে- সেইদিন হইতে আমাদের ক্লেদমাখা মনের পঙ্কিলতা মুছিয়া ভালো মনের মানুষ হইতে শুরু করিব।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন