প্রথম প্রকাশ- ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪ |
সামহোয়্যারইন ব্লগ
দেব-দেবীদের মুণ্ডুপাড়ায়
দেশের মানুষ আশায় আশায়
চার দশকের ব্যাপ্তি খাসি
রাজাকারের গলায় ফাঁসি।।
হিংস্র প্রাণী রাজার পথে
বিচারকারী ভয়ের সাথে
শিবির-পুলিশ বিনোদ পাড়ি
জনগণের মাথায় বাড়ি।।
রক্ত গরম! বীর বাঙ্গালী!
যুদ্ধে যাবি, অস্ত্র খাবি!!
তুই বেচারা কী করিবি!
আদালতের রায়ের পরে
মুক্তি পেলে রাজাকারে?
এদিকে অনেক ব্যস্ত সময়।
কর্ম কাজের ফাঁকে ফাঁকে
আন্তজালের বাঁকে বাঁকে
সামু'র খোঁজে ব্রহ্মচারী
আনন্দময় সময় পারি।।
গল্পে আঁকা কাব্য কথায়
পদ্যে ভরা গদ্য গাঁথায়
ছবির ফ্রেমে জগৎ ভাসে
পুরনো, নতুন সবাই আসে।।
তবুও সেথায় কিন্তু আছে
জংলী গাধায় ভরিয়া গেছে
মাল্টি নিকের ছড়াছড়ি
সকল মানুষ বিপদ পাড়ি।।
আরও আছে হিংসুটে মন
নিজের জ্বালায় নিজেই দহন
আপন সুখে পানি ঢালে
পরের তরে নষ্ট চালে।।
কিছু তো ভাই সন্ত্রাসীদল
ফোন দিয়ে সে হুমকি প্রবল
লেখক সবাই ভয়ের মাঝে
কীসব ঘটে সকাল-সাঁঝে?
দেশের খবর আর কী বলিব? সকলেই জানেন। প্রতিদিন দেখেন, শোনেন, পড়েন।
কবিতা বা ছড়া যাহাই বলেন-
এই পোস্ট মহাশূন্যকে উৎসর্গ করিয়াছি।
ঈশ্বর! শূন্যতা কোথায়?
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন