প্রথম প্রকাশঃ ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৫
সামহোয়্যারইন ব্লগ
[মহান প্রাণ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের "বর্ষা-বিদায়" পড়িবার পর]
আজি বরষা-বাদল দিনে
নব সাজে তুমি আসিয়াছ ফিরে
পুব অভিসারে। তব জল সিঞ্চনে
শ্রাবণের নদী উঠিবে ভরিয়া
উচ্ছাস ভরা জলরাশি দু-পাড় ভাসাবে আবার
কলকল জলে নৌকা বাইবে মাঝি,
যাবে অনেক দূরে।
গলা ছেড়ে গাইবে ভাটিয়ালি গান।
তব জল-ধারা
আবার নামিবে। চিরচেনা সেই
দেবদারুটার দেহ জুড়িয়া
সুখের অশ্রু ঝরাইবে ফের গুবাক তরুর পাতা।
ডাহুক পাখিরা ভিজিয়া ভিজিয়া
দূর-বহুদুর যাইবে উড়িয়া।
জানি– ঋতু শেষে, ভাদরী লগনে
সারি সারি কাশফুলের নরম ছোঁয়ায়
তব মায়াবী কোমল-পেলব হাতে
পরশ বুলিয়ে। বিদায় বেলায়-
কেয়া পাতার নৌকোয় বসে
চলে যাবে নববধূ সেজে
পূণঃ দূর-দেশে, সুদূর পশ্চিমায়।
আজি বাদলের দিনে
বর্ষণ-জলে ভিজাতে তুমি।
তবু তুমি পারিবেনা কাঁদিতে চাহিলেও
একটু অশ্রুর ফোটা ফেলিতে। তুষারের দেশে।
বহুদিন পর গ্রীষ্মের আকুলতায়
কুতুহলি হয়ে
হয়তো আবার দিবে দেখা, অনুরাগে।
কদম ফুটিবে ফের
তোমার খোঁপায় গুজে দিতে।
মালঞ্চে শত নব নব ফুল
ফুটিবে আবার
তোমায় পূজো দিবে বলে
তোমায় নিয়াছি বরণ করে।
উৎসর্গঃ কবি-সম্রাট শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর
আজি বরষা-বাদল দিনে
নব সাজে তুমি আসিয়াছ ফিরে
পুব অভিসারে। তব জল সিঞ্চনে
শ্রাবণের নদী উঠিবে ভরিয়া
উচ্ছাস ভরা জলরাশি দু-পাড় ভাসাবে আবার
কলকল জলে নৌকা বাইবে মাঝি,
যাবে অনেক দূরে।
গলা ছেড়ে গাইবে ভাটিয়ালি গান।
তব জল-ধারা
আবার নামিবে। চিরচেনা সেই
দেবদারুটার দেহ জুড়িয়া
সুখের অশ্রু ঝরাইবে ফের গুবাক তরুর পাতা।
ডাহুক পাখিরা ভিজিয়া ভিজিয়া
দূর-বহুদুর যাইবে উড়িয়া।
জানি– ঋতু শেষে, ভাদরী লগনে
সারি সারি কাশফুলের নরম ছোঁয়ায়
তব মায়াবী কোমল-পেলব হাতে
পরশ বুলিয়ে। বিদায় বেলায়-
কেয়া পাতার নৌকোয় বসে
চলে যাবে নববধূ সেজে
পূণঃ দূর-দেশে, সুদূর পশ্চিমায়।
আজি বাদলের দিনে
বর্ষণ-জলে ভিজাতে তুমি।
তবু তুমি পারিবেনা কাঁদিতে চাহিলেও
একটু অশ্রুর ফোটা ফেলিতে। তুষারের দেশে।
বহুদিন পর গ্রীষ্মের আকুলতায়
কুতুহলি হয়ে
হয়তো আবার দিবে দেখা, অনুরাগে।
কদম ফুটিবে ফের
তোমার খোঁপায় গুজে দিতে।
মালঞ্চে শত নব নব ফুল
ফুটিবে আবার
তোমায় পূজো দিবে বলে
তোমায় নিয়াছি বরণ করে।
উৎসর্গঃ কবি-সম্রাট শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
২৪টি মন্তব্য
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই
ভালো থাকুন সব সময়
অনেক অনেক ধন্যবাদ ভাই
ভালো থাকুন সব সময়
লেখক বলেছেন:
তাই নাকি.......... :/
অনেক ভালো লাগলো আপু...
তাই নাকি.......... :/
অনেক ভালো লাগলো আপু...
অপর্ণা মম্ময় বলেছেন:
মজার তো নজরুল ইসলামের "বর্ষা-বিদায়" পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর কে উৎসর্গ !
শুভেচ্ছা আপনাকে
শুভেচ্ছা আপনাকে
লেখক বলেছেন:
হাহাহাহ.
একটু অন্যরকম উৎসর্গ
অনেক ধন্যবাদ
হাহাহাহ.
একটু অন্যরকম উৎসর্গ
অনেক ধন্যবাদ
লেখক বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ
আপনিও ভালো থাকুন
আপনাকেও অনেক ধন্যবাদ
আপনিও ভালো থাকুন
লেখক বলেছেন:
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আরমান ভাই
কেমন আছেন?
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আরমান ভাই
কেমন আছেন?
পরিবেশ বন্ধু বলেছেন:
বর্ষা সাজে হে নব অথিতি
মেঘমল্লিকায়
দুরন্ত বাসনায়
আমারে কি নেবে করে সাথি
ইখতামিন
ভাললাগা রইল
মেঘমল্লিকায়
দুরন্ত বাসনায়
আমারে কি নেবে করে সাথি
ইখতামিন
ভাললাগা রইল
লেখক বলেছেন:
আপনার কবিতাটাও অন-নেক ভালো লেগেছে
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন সব সময়
আপনার কবিতাটাও অন-নেক ভালো লেগেছে
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন সব সময়
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই
অনেক অনেক ধন্যবাদ ভাই
লেখক বলেছেন:
না ভাই. এইটা সেই মেয়ে বর্ষা না.
এটা বর্ষা ঋতু
না ভাই. এইটা সেই মেয়ে বর্ষা না.
এটা বর্ষা ঋতু
নিয়েল হিমু বলেছেন:
কদম ফুটিবে ফের
তোমার খোঁপায় গুজে দিতে।
মালঞ্চে শত নব নব ফুল
ফুটিবে আবার
তোমায় পূজো দিবে বলে
তোমায় নিয়াছি বরণ করে।
ভাল লাগল খুব
কদম ফুটিবে ফের
তোমার খোঁপায় গুজে দিতে।
মালঞ্চে শত নব নব ফুল
ফুটিবে আবার
তোমায় পূজো দিবে বলে
তোমায় নিয়াছি বরণ করে।
ভাল লাগল খুব
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ @নিয়েল
কেমন আছেন?
অনেক অনেক ভালো থাকুন
অনেক ধন্যবাদ @নিয়েল
কেমন আছেন?
অনেক অনেক ভালো থাকুন
সেলিম আনোয়ার বলেছেন:
৬ষ্ঠ ভাল লাগা। চমৎকার কবিতায়।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই
ভালো থাকুন
অনেক ধন্যবাদ ভাই
ভালো থাকুন
লেখক বলেছেন:
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকুন
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকুন
রহস্যময়ী কন্যা বলেছেন:
এইটা ব্লগেও দিয়েছেন। কেমন হইসে তা আগেই বলে দিসি তাই এইখানে আর কোন কমেন্ট করবো না ভাইয়া
প্রথমন ভালোলাগা।