বুধবার, ১৭ জুলাই, ২০১৩

রিটার্ন অব ইখতামিন

প্রথম প্রকাশঃ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪২|

সামহোয়্যারইন ব্লগ




দেহত্যাগের পূর্বে...
১১ চৈত্র, ১৪১৯ মোতাবেক ২৫ মার্চ, ২০১৩। শমশেরাবাদ।

আমার একটা অভ্যাস। বদভ্যাসও হতে পারে। তবে এর পার্শপ্রতিক্রিয়া রয়েছে অবশ্যই। আর হ্যাঁ, সাইড এফেক্ট একমাত্র ভালো জিনিসেরই হয়ে থাকে। যাই হোক সেই অভ্যাসটি হলো- আমার নিজের ব্যাপারে বেশ ঢাক-ঢোল পিটিয়ে মানুষকে জানান দেয়া। এতে করে নিজেকে স্বচ্ছ রাখা যায় বলে আমার বিশ্বাস। এই তো সেদিন। কী একটা কারণে যেনো একটা কবিতা (কেউ কেউ বলেছে তাই) পোস্ট করেছিলাম। ওহ, হ্যাঁ! মনে পড়েছে।
একটা গুরুতর সমস্যায় পড়ে নেট ব্যবহার কিছুদিন বন্ধ রেখেছিলাম। ব্লগ-কে বিরতীর একসেস্ টোকেন দেখিয়েছিলাম। ইয়ে মানে, ব্লগ থেমে থাকেনি। বরং চলেছে আবহনীয়া নদীর স্রোতের ন্যয় ধারা অবিরাম। তবে আমিই বোধ হয় একটু থমকে গিয়েছিলাম। হুমম, ঠিক তাই। সেই সমস্যাটির কিছুটা সমাধান হয়েছে বটে। পুরোপুরি নয়। কিন্তু একটু পর যে কথাটা বলতে যাচ্ছি, সেটা বলতে অনেক কষ্টই হচ্ছে। আমার কলম যেনো বার বার থেমে যেতে চাইছে। বিষাদমাখা এই কথাটা কাগজের পাতায় বসতেই চাইছেনা। আর সেটা হলো- “ইখতামিন নামের কেউ একজন। সে নাকি দেহ ত্যাগ করেছে! বড়ই অদ্ভুত আর খুবই নির্মম ভাবে।” প্রতিদিনের মতোই তার একশত পঞ্চাশ তলা বিশিষ্ট আকাশ ছোঁয়া বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে পড়ন্ত বিকেলের নির্মল বাতাস উপভোগ করছিল। হঠাৎ দেখে- শূন্য থেকে কিছুটা হাওয়া জমাট বেঁধে গেল। ক্রমেই জিনিসটার আকৃতি ও রঙে দ্রুত পরিবর্তন ঘটতে লাগল। সে ভুলেই গেল- সে একটা ছাদে আছে। ক্যাচ ধরার জন্য তড়িৎ লম্ফ ছুটাল। এক ঝটকায় বস্তুটা ধরতে গেল। পারল ঠিকই। কিন্তু সাথে সাথেই ৯০০ ফুট নিচে ধপাস করে পড়ল। আর থপ্ করে সেই জিনিসটা পূণরায় বাতাসে মিলিয়ে হারিয়ে গেল। ইখতামিনের নিথর দেহটা এখন ভূলুন্ঠিত। তার ব্যথিত আত্মার বুঝতে আর বাকী রইল না যে, সেই বস্তুটা আসলে একটা আত্মা ছিল। যা অত্যন্ত হিংসাতুর ও ভয়ানক দুষ্কৃতিকারক।


    

সমাধির পর...
২৬ মার্চ, ২০১৩।

বসন্তের ঠিক মাঝ সময়। না, ঠিক তা নয়। আরও কিছুদিন পেরিয়ে গেছে। চৈত্রের এই সময়টাকে বলা হয় বসন্তের ভরা যৌবন। অন্য সময়ের তুলনায় এখন পুকুরের পানি অন্তত আট ফুট নিচে নেমে যায়। আমার সামনের বিস্তৃর্ণ জায়গাটুকু চেয়ে চেয়ে দেখছি। যদিও অবাক হবার কিছুই নেই। মাঠের পর মাঠ মাটি শুকিয়ে আছে। তাতে লম্বা-লম্বা চিড় ধরেছে। হঠাৎ দেখলে মনে হবে কোনও এক সময় ভূ-কম্পনের প্রলয়ংকরী প্রকোপে পড়ে এমন ফাটল সৃষ্টি হয়েছে। অনেক গভীর ভাবে। অথচ এই মাঠগুলোই শ্রাবণের বর্ষণমূখর দিনগুলোতে কল্ কল্ ছল্ ছল্ থৈ-থৈ পানিতে যেন অকুল বিলের মায়াবী চিত্রে ভেসে ওঠে। কিন্তু এখন সেই মাঠগুলোই শুকিয়ে খাঁ-খাঁ করছে। আমি বসে-বসে শুধু তাকিয়েই আছি। ছোট্ট একটি উদ্যানে। কারণ, দিনের বেলায় আমার নড়াচড়া করার কোনও ক্ষমতা নেই। যথাসম্ভব সূর্য ডোবার আগ পর্যন্ত। আমার চির অমৃত ও অমর আত্মা কেবল ঘুরঘুর করে বেড়ায় আশপাশের মাঠগুলো সহ দূর দূরান্তের যেখানে খুশি সেখানেই। সূর্যের যে অসহ্য তাপদাহ চারিদিকে ছড়িয়ে পড়ছে, তাতে টিকে থাকা-ই বড় দায়। কেনো যে এমন হলো কিছুই বুঝতে পারছিনা। আগুন এবং উষ্ণতা এই দুইটা আমার চির শত্রু ধরে নিতে পারি। হেতু একটাই, আমার নব জীবনের শুরু হয়েছে অসীম শীতলতার মধ্য দিয়ে। হঠাৎ কানের ধারেই কয়েকটা ঝিঁঝি পোকা কর্কশ স্বরে চিৎকার করতে লাগল। কান ঝালাপালা হবার উপক্রম। ওহ, অসহ্য গরমের এই ফুটন্ত তেলের কড়াইয়ের তলে কেউ বোধ হয় একমুঠো তুস ছড়িয়ে দিয়ে আমার বিরক্তির আগুনে ঘি ঢেলে তা আরও দ্বিগুণ করে দিয়ে গেল।

উৎসর্গঃ
মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মানব-মানবীদের; পাক হানাদার বাহিনী যাদের উপর নির্যাতন চালিয়েছিল; অথবা যারা শহীদ হয়েছিল। যাদের সাগরসম রক্ত ও অসীম ত্যাগের বিনিময়ে সুন্দর একটি স্বাধীন রাষ্ট্র এই বাংলাদেশ পেয়েছি আমরা। তাদের চরণে...




লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কাউন্ট ড্রাকুলার ডায়েরী থেকে ;





৫৪টি মন্তব্য
১. ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কি হয়েছে, ইখতামিন?
০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
লেখক বলেছেন:
তেমন কিছুই হয়নি. :)
শুধুই অতিপ্রাকৃত ভাবনা.

ভালো থাকুন.
শুভ কামনা রইল সব সময়
২. ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: ড্রাকুলা ইখতামিন
:#) :#) B-)) =p~ =p~ =p~
ভাল লেখা
ভেবেছিলুম পথ হারিয়ে ভুল ঠিকানায়
চমকে দেখি জেগেই আছ তাই আজিকায়
শুভকামনা
০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
লেখক বলেছেন:
হু হু হো হাহাহাহাহাহ B-)) B-))
তাহলে প্রস্তুত থাকুন :P
ড্রাকুলা বিষয়ক কয়েকটা পোস্ট বিনা পয়সায় পেলে ক্ষতি কী :-* 8-| =p~

:P
৩. ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
টানিম বলেছেন: হুম । B:-) B:-) B:-) B:-)
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:০১
লেখক বলেছেন:
ভয় পেলেন নাকি?
ভয় পাবার কিছুই নেই.
কেউ ঘাড় মটকাবে না.
তবে এক কাপ রক্ত পান করতে পারে =p~ =p~ :P
৪. ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:০১
আমি বাঁধনহারা বলেছেন:






শুভ হোক তব পথ চলা.....।



ভালো থাকবেন
মনে রাখবেন!!!
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৩
লেখক বলেছেন:
আপনাদের প্রার্থনায়.........................



আপনিও ভালো থাকুন.
৫. ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭
বোকামন বলেছেন: শুভকামনা নিরন্তর ...
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৮
লেখক বলেছেন:
আপনাকেও শুভ কামনা রইল
ভালো থাকুন.
৬. ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:১৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: শুভকামনা। :)
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৯
লেখক বলেছেন:
শুভ কামনা টু ইউ ঠু :)
৭. ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫
শায়মা বলেছেন: অতিপ্রাকৃত ভাবনা চিন্তা বেশী ভালো না........
এতে ডেলুশন, হেলুসিনেশনের সম্ভাবনা বৃদ্ধি পায়

তারপর ............:( :( :(



:P
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০
লেখক বলেছেন:
তবে তাই হোক :)
ভালো থাকুন.
৮. ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৫
হাসান মাহবুব বলেছেন: ভালো লিখেছেন।

অট-প্রোপিকটা চেঞ্জ করা যায়না! শাহরুক খানরে দেখলেই মেজাজ গরম লাগে X(
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩
লেখক বলেছেন:
রেগে যাবেন না ভাই.
আপনি যদি চান তাহলে আসুন. আপনার মেজাজটা পানি করে দেই :P
৯. ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৫
বলশেভিক বলেছেন: শাল্টু বেশি টানা ভালো না B-)
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭
লেখক বলেছেন:
আপনার কিন্তু খপর আছে......... :-* :P =p~ :)
১০. ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৫
আশিক মাসুম বলেছেন: কাহিনি বুঝলাম না :(
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮
লেখক বলেছেন:
তাহলেই তো আমি সফল :P :P :P

কেমন আছেন?
আমি ভালো আছি
আপনিও ভালো থাকুন. :)
১১. ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:১২
দায়িত্ববান নাগরিক বলেছেন: তাইতো বলি ইখতামিন কই? এ দেখি শাহরুখ খান! ;)

আমি ভাবলাম চলেই গেলেন বুঝি ! ওয়েলকাম ব্যাক !:#P
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০
লেখক বলেছেন:
আমি তো আছি আপনাদের মাঝেই.
ব্লগ যতদিন আছে ততদিন.

কখনও চলে যাবো না

অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকবেন
মনে রাখবেন. :)
১২. ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭
মামুন রশিদ বলেছেন: একটা ড্রাকুলা সিরিজের অপেক্ষায়..


ওয়েলখাম ব্যাখ্ ;)
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০২
লেখক বলেছেন:
দিলেন তো প্যাচে ফালাইয়া. :P :P

অল্প কয়েকটা পোস্ট দিতে পারবো :(
১৩. ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৯
জাকারিয়া মুবিন বলেছেন:
ড্রাকুলা সিরিজ!!!!!!
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫
লেখক বলেছেন:

হুমম. ড্রাকুলার মৃত্যুর সাত বছর পর .............. :) :-*
১৪. ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৩১
অনীনদিতা বলেছেন: পাগলের পাগলামি :P :P

মাথা কি পুরাই গেছে? :P




হয়েছে কি আপনার?
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৭
লেখক বলেছেন:
পাগলের নয়, ড্রাকুলার পাগলামি :P :P

তার মাথা অর্ধেক গেছে :P

আমার তো কিছুই হয়নি!
১৫. ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৭
শান্তা273 বলেছেন: ওয়েলকাম ব্যাক! !:#P !:#P !:#P
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপু
ভালো থাকুন :)
১৬. ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
মাক্স বলেছেন: মাঝে মধ্যে অতিপ্রকৃতিক ভাবনার দরকার আছে। লিখা ভালো লাগসে।
অঃটঃ হামা ভাই যেটা বলসে আরেকবার ভেবে দেখবেন!
০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
লেখক বলেছেন:
সহমত.
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম

তবে হ্যাঁ, ভেবে দেখবো. :)

ভালো থাকুন
১৭. ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
নেক্সাস বলেছেন: খুব সুন্দর লিখেছেন ইখু ভাই।

তয় হামা ভাইয়ের মত শাহরুখ এলার্জী আছে আমারো... :D :D :D
০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ নেক্সাস

কিন্তু আমার যে কোথাও এলার্জী নেই :(


ভালো থাকুন সব সময়. :)
১৮. ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৭
আমি তুমি আমরা বলেছেন: চলুক
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪১
লেখক বলেছেন:
(চলবে) :P :P

কেমন আছেন?
১৯. ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৮
আমি তুমি আমরা বলেছেন: আলহামদুলিল্লাহ। কেটে যাচ্ছে ভালই। আপনার খবর কি ?
০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৮
লেখক বলেছেন:
আমিও অনেক ভালো আছি. আপনাদের দোয়ায়....

ভালো থাকুন. :)
২০. ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৪
রাফা বলেছেন: ভ্যাম্পায়ার জিবন শুভ হোক।ফিরে আসায় ধন্যবাদ।

চমৎকার লাগলো, তাই শুভেচ্ছা।
০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৬
লেখক বলেছেন:
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ রাফা ভাই.

ভালো থাকুন সব সময় :)
২১. ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৯
দি সুফি বলেছেন: কিছুই মাথায় ঢুকে নাই :||
০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫০
লেখক বলেছেন:


কেনো ঢুকে নাই...!
২২. ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৯
রোেক্য়া ইসলাম বলেছেন: রিটার্ন অব ইখতামিন।
খুব ভালো লাগলো লেখাটা।
তবে এখানেই যেন শেষ না হয়। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
শুভেচ্ছা জানবেন।
০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৩
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে রোকেয়া ইসলাম

আমি চেষ্টা করবো...

ভালো থাকুন. :)
২৩. ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩০
ফালতু বালক বলেছেন: ভালো লাগছে।
০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
লেখক বলেছেন:
Thanks..........
Khub Khusi holam. :)
২৪. ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
রোজেল০০৭ বলেছেন: শুভকামনা রাশি রাশি,

লিখায় একশতে আশি।
০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
লেখক বলেছেন:
হা হা
অনেক বেশীই হয়ে গেল না? :)
ভালো থাকুন.
২৫. ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৪
শ্রাবণ জল বলেছেন: রিটার্ন অব ইখতামিন দেখে রিটার্ন অব শী বইটার কথা মনে পড়ল। যদিও আলাদা গল্প।

ভাল থাকুন।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপু.
আপনিও ভালো থাকুন.
শুভ কামনা রইল সব সময় :)
২৬. ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
ওয়েলকাম ব্যাক! :)
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই.
ভালো থাকুন.
শুভ কামনা রইল সব সময় :)
২৭. ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৬
আরজুপনি বলেছেন:

ফিরেছেন দেখে ভালো লাগলো।।
০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ আপু,
পোস্টটা তাহলে ভালো লাগেনি!!!!! :(
মুছে ফেলবো কিনা ভাবছি....


ভালো থাকবেন সব সময়
শুভ কামনা রইল :)

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন