ব্যালকনির পাশে একটা নারকেল গাছ দাঁড়িয়ে। বাড়ির অন্য গাছগুলোর চাইতে এই গাছটা তুলনামুলক খাঁটো। মৃদু শব্দে নারকেল পাতারা ঝিরঝিরিয়ে দোল খাচ্ছে। চিকন-লম্বা পাতাগুলোর শেষ প্রান্ত বেয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। কয়েকটা ফোঁটা উড়ে এসে ইভানার চেহারায় জলজ তিলক পরিয়ে দিল। ও বসে ছিল তৃতীয় তলার বেলকনিতে। শ্রাবণের শেষ বৃষ্টি একটু আগেই ঝরিয়ে দিয়ে গেছে প্রকৃতি। আরও একটা বর্ষা পেরিয়ে গেল। একটু পরেই শরতের প্রথম ভোর। সারাটা রাত নির্ঘুম কাটিয়ে ইভানা ঢুলুঢুলু চোখ নিয়ে উঠে গেল স্টাডি রুমের দিকে।
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন। জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।। (ফেব্রুয়ারি ১৭, ১৯৬৭ – জানুয়ারি ৪, ২০১৩)
ইমন ভাই, তুমি ভালো থাকো। শান্তিতে থাকো।
YouTube বন্ধ হয়ে গেলে...
বেশ কিছু দিন যাবৎ বাংলাদেশে ইউটিউব বন্ধ ছিল। কিন্তু তাই বলে আমাদের প্রয়োজন শেষ হয়ে যায় নি। নিজেদের প্রয়োজনের স্বার্থে বিভিন্ন জন বিভিন্নভাবে উপায় বের করে নিয়েছি।
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন। জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।। (ফেব্রুয়ারি ১৭, ১৯৬৭ – জানুয়ারি ৪, ২০১৩)
ইমন ভাই, তুমি ভালো থাকো। শান্তিতে থাকো।
তুমি নেই তাই
পরমিতা.. হয়তো বা আজ রাতে.. হয়তো বা তোমায় একটা চিঠি লিখতে পারি। তোমার অবর্তমানে আমার অনুভূতিগুলো সাজাবো তাতে।।
আমার কথা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আমার কথা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বুধবার, ২ অক্টোবর, ২০১৩
শ্রাবণ রজনী শেষে
ব্যালকনির পাশে একটা নারকেল গাছ দাঁড়িয়ে। বাড়ির অন্য গাছগুলোর চাইতে এই গাছটা তুলনামুলক খাঁটো। মৃদু শব্দে নারকেল পাতারা ঝিরঝিরিয়ে দোল খাচ্ছে। চিকন-লম্বা পাতাগুলোর শেষ প্রান্ত বেয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। কয়েকটা ফোঁটা উড়ে এসে ইভানার চেহারায় জলজ তিলক পরিয়ে দিল। ও বসে ছিল তৃতীয় তলার বেলকনিতে। শ্রাবণের শেষ বৃষ্টি একটু আগেই ঝরিয়ে দিয়ে গেছে প্রকৃতি। আরও একটা বর্ষা পেরিয়ে গেল। একটু পরেই শরতের প্রথম ভোর। সারাটা রাত নির্ঘুম কাটিয়ে ইভানা ঢুলুঢুলু চোখ নিয়ে উঠে গেল স্টাডি রুমের দিকে।
মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩
কিছুই বুঝতে পারছিনা
আমি অসহ্য যন্ত্রণায় ফেটে যাচ্ছে আমার ভেতরটা। প্রতিটি ন্যানো সেকেন্ডে আমি ক্ষত-বিক্ষত হচ্ছি। ক্ষণে ক্ষণে আহত হচ্ছি। মরে আবার জীবিত হয়ে চলেছি। তবুও আমি চিৎকার করতে পারছিনা। আমার চোখ দিয়ে একটুও অশ্রু গড়াচ্ছে না। আমি বোধ হয় কাঁদতে পারবো না। এটাই এখন সবচেয়ে ভয়ংকর ব্যাপার... :(
রবিবার, ৪ আগস্ট, ২০১৩
স্মৃতির ক্যানভাসে হারিয়ে যাওয়া ছবি
মাঝে মাঝে খুব আবেগপ্রবণ হয়ে যাই। স্মৃতির ক্যানভাসে বাঁধানো ধূলোমাখা অস্পষ্ট ভাবনাগুলো কিঞ্চিত ভেসে ওঠে। বাদলদিনের ঝড়ো বাতাসের ঝাপটায়। জানলার শার্শি ভেদ করে আসা দমকা হাওয়ার ধাক্কা লেগে যখন বাতায়নের ঝুল-পর্দাটা আচমকা ছুটে আসে। দেয়ালে লটকে থাকা পোকায় খাওয়া কাষ্টে জড়ানো জল রঙে আঁকা বহু পুরাতন চিত্রগুলোকে আলতো করে ছুঁয়ে যায়।
বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৩
পরিবর্তিত রূপ
প্রথম প্রকাশঃ ০৮ ই জুন, ২০১৩ রাত ৮:০৩
সামহোয়্যারইন ব্লগ
একপাশে সাগর। ওটা কোন সাগর! ঠিক ঠিক মনে আসছেনা তার। ওপাশে মরুভূমি। সাগর আর মরুর মাঝে একটা ছোট্ট উদ্যান। কয়েকটা গাছ রয়েছে সেখানে। আকাশি? হবে হয়তো। না হলেও কিছু যায় আসে না।
অনেক অনেক আগের কথা। একটা সময়। এইখানে। এই গাছটায় ছিল হাজারো পাখিদের আনাগোনা। বাবুই, টিয়া, শালিক, ময়না সহ আরও কত শত শত অজানা দেশের নাম না জানা অনেক অনেক অচেনা পাখিদের কুজনে সরব থাকতো এই বাগানটা। ওরা খেলা করতো। গাইতো গান। ফুলে ফুলে ওড়ে বেড়াতো। কিন্তু ওদের কাউকে কোত্থাও দেখা যাচ্ছে না আজ। যেনো হারিয়ে গেছে কোনও অজানায়।
শনিবার, ১৩ জুলাই, ২০১৩
টোকাই নিয়ে কিছুক্ষণ
৩রা এপ্রিল, ২০০৮। দুপুরের আকাশে চৈত্রের কড়া রোদ ছিল। এখন আর নেই। ৪টার পর
হতে দখিনা বাতাসে মেঘমালা উড়ে এসে মাথার উপর আকাশে জমা হতে থাকে। এখন ঘড়ির
কাটায় ৫টা বাজে। কোথাও রোদ নেই। মেঘে ছেয়ে গেছে গোটা আকাশ। একটু পর পর
বাতাস এসে রাস্তার ধূলোবালি উড়িয়ে নিতে লাগলো। মধুমিতার পাশ দিয়ে ব্রাদার্স
ক্লাবের দিকে হেটে যাচ্ছি। দেখি রাস্তার ধারে একটি ছেলে। বয়স তার
আনুমানিক ১২ থেকে ১৫ হবে।