রবিবার, ৪ আগস্ট, ২০১৩

স্মৃতির ক্যানভাসে হারিয়ে যাওয়া ছবি




মাঝে মাঝে খুব আবেগপ্রবণ হয়ে যাই। স্মৃতির ক্যানভাসে বাঁধানো ধূলোমাখা অস্পষ্ট ভাবনাগুলো কিঞ্চিত ভেসে ওঠে। বাদলদিনের ঝড়ো বাতাসের ঝাপটায়। জানলার শার্শি ভেদ করে আসা দমকা হাওয়ার ধাক্কা লেগে যখন বাতায়নের ঝুল-পর্দাটা আচমকা ছুটে আসে। দেয়ালে লটকে থাকা পোকায় খাওয়া কাষ্টে জড়ানো জল রঙে আঁকা বহু পুরাতন চিত্রগুলোকে আলতো করে ছুঁয়ে যায়।
আর জমে থাকা কিছু ধূলি পড়ে ঘরের মেঝেতে। চড় চড় শব্দে নেমে আসা বিদ্যুতের চমকিত লগনে ছবিগুলোর সদ্য উম্মোচিত স্থানটুকু ঝিক করে ওঠে। তখন অনেক আগের হারিয়ে যাওয়া শতশত মুখ স্মৃতির হাটে এসে ভিড় করে। তখন আমার কিছুই যেনো ভালো লাগেনা। শুধু ভাবতেই ভালো লাগে। ভাবনারা এসে জড়ো হয় কল্পনায়।

২০ শ্রাবণ ১৪২০, ৪ আগস্ট ২০১৩
ভোর ৪:৩০
ফ্রেন্ডশীপ ডে-তে সকল কে শুভেচ্ছা জানাই
আমাদের বন্ধুতা আর হৃদ্যতা বেঁচে থাকুক আজীবন। চিরদিন।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন