বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৩

পরিবর্তিত রূপ

প্রথম প্রকাশঃ ০৮ ই জুন, ২০১৩ রাত ৮:০৩

সামহোয়্যারইন ব্লগ


একপাশে সাগর। ওটা কোন সাগর! ঠিক ঠিক মনে আসছেনা তার। ওপাশে মরুভূমি। সাগর আর মরুর মাঝে একটা ছোট্ট উদ্যান। কয়েকটা গাছ রয়েছে সেখানে। আকাশি? হবে হয়তো। না হলেও কিছু যায় আসে না।

অনেক অনেক আগের কথা। একটা সময়। এইখানে। এই গাছটায় ছিল হাজারো পাখিদের আনাগোনা। বাবুই, টিয়া, শালিক, ময়না সহ আরও কত শত শত অজানা দেশের নাম না জানা অনেক অনেক অচেনা পাখিদের কুজনে সরব থাকতো এই বাগানটা। ওরা খেলা করতো। গাইতো গান। ফুলে ফুলে ওড়ে বেড়াতো। কিন্তু ওদের কাউকে কোত্থাও দেখা যাচ্ছে না আজ। যেনো হারিয়ে গেছে কোনও অজানায়।


বাগানের ফুলগুলি ঠিকই ফুটেছে আগরে মতোই। সাথে আরও কতো রকমের বুনো ফুল... যা আগে কখনও ছিলনা। ওর হয়তো জানা নেই–– সেই পাখিগুলো আজ অন্য কোথাও। অন্য কোনও বাগানে। কিচির মিচির আওয়াজে মেতেছে তারা। অথবা কোনও বনে। কিংবা কোনও নদীর তীরে। বা কোনও এক সাগরের পারে। কোনও অন্য ভুবনে...
কী ওটা?–– ওটা পরিবর্তন!

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বকওয়াসঅলস ভাবনা ;

২০টি মন্তব্য
১. ০৮ ই জুন, ২০১৩ রাত ৮:০৭
০৯ ই জুন, ২০১৩ সকাল ১০:৪১
লেখক বলেছেন:
কী... B:-)
২. ০৮ ই জুন, ২০১৩ রাত ১০:৪৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: বাগানটা যেন আমারি!!!!
০৯ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৩
লেখক বলেছেন:
নাহ. আপনার হবে কেনো? বাগানটা তো আমি কিনেছিলাম বহুদিন আগে :P :P
৩. ০৮ ই জুন, ২০১৩ রাত ১১:০৭
মামুন রশিদ বলেছেন: :)
০৯ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৩
লেখক বলেছেন:
কী?
বহুদিন পর?
কেমন আছেন? :)
৪. ০৯ ই জুন, ২০১৩ রাত ১:২০
আশিক মাসুম বলেছেন: –– ওটা পরিবর্তন



কবিতা গল্প জানিনা কথা গুলু ভালো লেগেছে।
০৯ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৪
লেখক বলেছেন:
আশিক মাসুম ভাই যে...

আমিও জানি না

কথাগুলো আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো :)

কেমন আছেন?
৫. ০৯ ই জুন, ২০১৩ রাত ২:২৬
নিয়েল হিমু বলেছেন: দারুন ভাল লাগল ।
০৯ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৬
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ নিয়েল হিমু. :)

কেমন আছেন?
৬. ০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:০৯
রহস্যময়ী কন্যা বলেছেন: খেলুম না ভাইয়া পাখিগুলা কৈ গেসে??? :( :(
০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:২৩
লেখক বলেছেন:
আমি কীভবে বলবো?...

হয়তো অন্য কোনও বাগানে। কিচির মিচির আওয়াজে মেতেছে তারা। অথবা কোনও বনে। কিংবা কোনও নদীর তীরে। বা কোনও এক সাগরের পারে। কোনও অন্য ভুবনে। :(
৭. ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম
০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
লেখক বলেছেন:
হুমম :)
৮. ১১ ই জুন, ২০১৩ রাত ৯:১২
১২ ই জুন, ২০১৩ সকাল ৯:৫২
লেখক বলেছেন:
কী ব্যাপার.
আপনার মন খারাপ কেনো?

ভালো থাকুন.
শুভ কামনা রইল :)
৯. ১১ ই জুন, ২০১৩ রাত ৯:২২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পঞ্চম ভাল লাগা
১২ ই জুন, ২০১৩ সকাল ৯:৫২
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সেলিম ভাই.
ভালো থাকুন :)
১০. ১১ ই জুন, ২০১৩ রাত ১১:০৮
আরজুপনি বলেছেন:

হ্যাঁ, পরিবর্তনই ।
১২ ই জুন, ২০১৩ সকাল ১০:০৮
লেখক বলেছেন:
হুমম. :(

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন