রবিবার, ১৪ জুলাই, ২০১৩

শিরোনামটি অনেক ছোট

প্রথম প্রকাশঃ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫ | 

সামহোয়্যারইন ব্লগ

গণজাগরণ আন্দোলন চলাকালীন সময়ে লেখা--

     

এসেছিলাম দাবী আদায় করতে
রাজীবকে হারাতে নয়
তাই যদি হবে, তাহলে আমরা প্রস্তুত
আমরা নিজেদের কাফনের কাপড়টুকু নিয়েই।
তবুও রাজাকারের ফাঁসি চাই...
কিন্তু শিবিরের ওই ঘৃণ্য কুকুর ছানা
ম্যানহোলের কীটতুল্য
রাজাকারের বাচ্চাগুলি এখনও বঙ্গে কেনো?



যুগের পর যুগ প্রতীক্ষায় থেকে
একাত্তরের চেতনায় জেগে ছিলাম.
কাঙ্খিত বিজয় দেখবো বলে.
কতো ফাগুন এসেছিল
কতোই বা বসন্ত নিয়েছে বিদায়

আশার সমাধি থাকতে নেই
স্বপ্ন ভাঙ্গতে নেই
তুমিই তো বলেছিলে-
জেগে থেকে স্বপ্ন দেখলে পূরণ হবেই.
মা
ফাঁসির দাবী নিয়ে এসেছি.
খালি হাতে ফিরে যেতে নয়.
সব কয়টা রাজাকারের কল্লা সংগ্রহ করতে
চেয়েছিলাম ওগুলো বস্তায় ভরে যমুনায় ভাসিয়ে দিতে.
খালি হাতে ফিরে যেতে নয় মা.
এই স্বপ্নটুকু পূরণ হয় যেনো...

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন