সোমবার, ২২ জুলাই, ২০১৩

আমার তুই





কেন মিছেমিছি দূরে সরিয়া থাকো
বারেবারে কেন অভিমান করো
আমি যে তাহা সইতে নারি...

দূরে থেকে কাছে– কাছে তবু দূরে
এপারে-ওপারে দুজন দুপাড়ে
সংযোগটুকু যে নদীর বারি।

কবিতা লিখিত কাগজের তরী
পাইয়াছো কিনা, ওই পারে বসে
নাকি ছিঁড়ে গেছে, ভেসে গেছে কোথা?
মুছে গেছে তার দোয়াতের কালি?

নাকি আর কভু দিবেনাকো সাড়া?
লিখিবেনা চিঠি - কহিবেনা কথা?
ভুলে যাবে সবি - দূর আলাপনী?
সে তোমার খুশি, তুমি থেকো সুখী, আমি যে হলেম চির ঋণী :(


0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন