
গেল বছরে পরপর তিনবার পুলিশ ও ডিবি কর্তৃক রিমান্ডে ডিম থেরাপি এবং র্যাব
কর্তৃক ডান্ডাবাড়ির পর 'রূপম' মোটামুটি শান্ত-শিষ্ট ও একজন লেজ বিশিষ্ট্য
ভদ্র হয়ে গিয়েছিল। এক পুলিশের মেয়ে 'নিশি'কে কেন্দ্র করে সে প্রেমের গল্প
লিখত। ব্লগে-ফেসবুকে এসব লিখে বেড়াত। তাই তাকে একটু আদর করেছিল নিশির বাবা।
একবার তো র্যাবের এক মহিলা সদস্যাকে জড়িয়ে প্রেমের গল্প লিখে কালকাঠির
ডান্ডাবাড়ি সইতে না পেরে ছয় মাস বিছানাতেই পড়েছিল রূপম। কিন্তু এই ছয় মাসই
তার জীবনের...