সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৩

ছোটগল্পঃ গল্পকারের মৃত্যু || অতঃপর মৃত্যুজট

গেল বছরে পরপর তিনবার পুলিশ ও ডিবি কর্তৃক রিমান্ডে ডিম থেরাপি এবং র‌্যাব কর্তৃক ডান্ডাবাড়ির পর 'রূপম' মোটামুটি শান্ত-শিষ্ট ও একজন লেজ বিশিষ্ট্য ভদ্র হয়ে গিয়েছিল। এক পুলিশের মেয়ে 'নিশি'কে কেন্দ্র করে সে প্রেমের গল্প লিখত। ব্লগে-ফেসবুকে এসব লিখে বেড়াত। তাই তাকে একটু আদর করেছিল নিশির বাবা। একবার তো র‌্যাবের এক মহিলা সদস্যাকে জড়িয়ে প্রেমের গল্প লিখে কালকাঠির ডান্ডাবাড়ি সইতে না পেরে ছয় মাস বিছানাতেই পড়েছিল রূপম। কিন্তু এই ছয় মাসই তার জীবনের...

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৩

অপরাজিতা..তুমি অপরূপা..চির অতুলনীয়া... :)

অনেক ভেবেছি তবুও সমাধান খুঁজে পাইনি অনেক অংক কষেছি কোনও কুল কিনারা করতে পারিনি। তোমার হঠাৎ এমন বদলে যাওয়া আমা হতে মুখ ফিরিয়ে নেওয়া অকারণে- যদিও জানিনা. কী কারণ তার আমি জানিনা- তোমায় কোনও দুঃখ দিয়েছি কিনা! নিজের অজান্তে অবচেতন মনে তোমায় ব্যথা দেইনি তো আবার??? তাহলে স্যরি বলছি, জেনো....

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

তবুও জোছনা দেখি

  আমার মন ছুটে যায় চলে যায় তার কাছে আমি মনকে বোঝাতে পারিনা বেধে রাখতে পারিনা তুমি কী জানো? সে কে? তাকে আমিও জানিনা? কোথায়, কতো দূর......

রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৩

গান শুনছি :p :P

বাপ্পিদা'র 'বোঝেনা সে বোঝেনা' শুনছি, অনেকবার শুনলাম। আরও শুনবো।  আমি নিজেও জানিনা, কেন এই গানটা বার বার শুনছি| গানটা অনেক ভালো লাগে শুনতে,  যেন মনের কথাগুলোই গানে উঠে এসেছে। গীতিকার সৌমিত্র কুন্ডুর লেখা এই গানে সুর করেছেন বাপ্পি লাহিড়ি। গেয়েছেন অণ্বেষা। কিন্তু পরে আবার বাপ্পিদা-ই গেয়েছেন গানটা। গানের কথাগুলো মনকে ছুঁয়ে যায়।...