রবিবার, ৪ মে, ২০১৪

স্থায়িত্ব

শুরু থেকেই আমি তোমার সঙ্গে ছিলাম; শেষ পর্যন্ত থাকবোমানুষের মুখ নিসৃত শব্দের কাঁটা-বান কখনও আমাদের ভিন্ন করতে পারবে নাআমি তোমায় ভালোবাসতে চাই, যতোটুকু সম্ভব হয় তার চেয়েও বেশিযা কিছুই করো তুমি, ব্যাথা অনুভূত হবে না আমারএখানে ভালোবাসা শুধুই আমাদের জন্যমম হৃদয় পিঞ্জরে, মন মন্দিরে কেবল-ই তোমার ভালোবাসাআমি তোমার মাঝে শুধু অনুরাগ দেখেছি, আর পরম স্বস্তি পেয়েছিআমি ভুলে গেছি অতীতের সেই সময়কে যা ছিলো দূর্যোগপূর্ণ সম্পর্কেরভুলেছি সে সব কন্টকাকীর্ণ পথ যা ছিলো বন্ধুরআমার যেনো কিছুই ছিলো না, তোমায় পাবার আগেআজ আমার কিছুই নেই, তোমাকে ছাড়াfrom Stable Lo...