সোমবার, ৬ মার্চ, ২০১৭

ব্লগারদের নতুন বইয়ের খোঁজে

ব্লগে শেষবার পোস্ট করার সোয়া বছর হতে চলল। দৈনন্দিন কাজের চাপে কিছু লেখা তো দূরে থাক, কোনও বই পড়ারই অবকাশ হয়না। অথবা আমি অলস হয়ে পড়েছি আজকাল। বই শুধু কিনেই যাচ্ছি, পড়ার আর সুযোগ পাই না। জব আর রেস্ট, এ দু’য়েই যেনো সময় ফুরিয়ে যাচ্ছে আমার। নিজের কথা ভেবে কদাচিৎ খুব খারাপ লাগে। একটা সময় ছিলো যখন ব্লগে প্রচুর কালব্যয় করতাম, অথচ এখন মাসে একবারও ঢুঁ মারা হয় না। সময়ের অভাবে কিছুই লিখতে পারি না, অথচ কিছু সময় পেলেও তার মূল্যায়ন করতে পারি না। নিজেকেই খুব অপরিচিত লাগছে আজকাল। অবশ্য দেরিতে হলেও আমার মনে হচ্ছে- এই ব্যবধানটুকু কমানো দরকার। থাক গে...