মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮

জীবনে ফেরা

গেলো বছর এই ঝর্ণার নিচে ডুবে মরার উপক্রম হয়েছিলো। অন্য অনেকবারের মতো সেবারও ভাগ্যগুণে জীবন ফিরে পেয়েছিলাম। আমার সাথে যারা গিয়েছিলো তাদের সবাই ফেরার জন্য ব্যস্ত। কারণ হামহাম জলপ্রপাতটি ছিলো লোকালয় থেকে প্রায় সাত কিলোমিটার গভীরে। তার উপর অরণ্যঘেরা কর্দমাক্ত টিলা। জোঁক তো অাছেই। সন্ধার আগেই ফিরতে হবে। আমি শেষবারের মতো সাতরে ঝর্ণার ঠিক নিচে গিয়েছি। কিছুক্ষণ পর যখন ফিরে আসতে চাইলাম, আমি কিছুতেই সাতরে কিনারায় পৌঁছুতে পারছিনা। আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম।...