সোমবার, ১৮ নভেম্বর, ২০১৩

তবুও কিছু- কিছুই থেকে যায়


কিছু স্বপ্ন আকাশের কোলে বলিরেখার ন্যয় মুছে যায়
কিছু আশা তীরে ভিড়তে পারে না, মাঝ নদীতেই ডুবে যায়
সন্ধ্যা তারার মতো একটু একটু জ্বলে নিভে আঁধারে ঢাকা পড়ে
কিছু স্বপ্ন স্রোতের ধারায় বইতে থাকে
চোরাবালিতে ডোবাতে থাকে
মরিচিকার মতো আজীবন হাতছানি দিয়ে পিছু ডাকে



কিছু চোখ পাথর হয়ে যায়
তার পানি শুকিয়ে যায়
কেউ কেউ পাগলের ছদ্মবেশে সমাজ ত্যাগ করে
কিছু মন অকালে মরে যায়
কিছু মানুষ অজানায় হারিয়ে যায়
কিছু ভালোবাসা চিরদিন অমিমাংসিত থেকে যায়

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন