সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৪

খণ্ডগল্প: রক্তমাখা অশ্রু

রুমেলের ঈদের ছুটি এবার একটু তড়িঘড়ি করেই শেষ হয়ে গেল । শুক্রবার রাতেই ঢাকায় পৌঁছুল সে। সাড়ে এগারোটা বেজে গেছে। টিভিতে খবর দেখছে। তিন দিন যাবৎ রূপাকে অনলাইনে পাওয়া যাচ্ছে না। স্কাইপ ফেবু কোনটাতেই নেই। তিন দিন পর আজ হঠাৎ রূপাকে পাওয়া গেল ফেবুতে। -আমি তোকে অনেক অনেক মিস করেছি :'( -আমি এই ক'দিন আমার মাঝে ছিলাম নারে... -কই ছিলি -হাই -হ্যালো -কোন সাড়া নেই -কোন সাড়া নেই -কোন সাড়া নেই অতঃপর কোন সাড়া নেই অপেক্ষা অনেক যন্ত্রণাদায়ক। তবুও...