বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪

তবু তুমি জেগে ওঠো ছায়া কবিতায়

     তোমায় নিয়ে লেখা হবে এক দীর্ঘ ইতিহাস কোনও ঐতিহাসিক তা লিখবে তিক্ত সত্য অথবা মিঠাই ছুরির আচঁড়ে মিশ্রিত কিছু মিথ্যা দিয়ে, শত শত পৃষ্ঠা লেখা হবে পোশাক শিল্প বিপ্লব দিবস ২৪শে এপ্রিলের গল্প, অথবা ধূলো-বালির আস্তরে ঢেকে দিবে তোমার মলিন অবয়ব দাসত্বের উত্তরাধিকার তব ললাটের লিখন ছিলো কাহিনীকারের কলমের খোঁচায় আহত তুমি স্বপ্ন-আশার রক্তাক্ত ক্ষত সারাও প্রতিবার- কোনও রকমে বেঁচে থাকতে চা...