বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪

তবু তুমি জেগে ওঠো ছায়া কবিতায়



    
তোমায় নিয়ে লেখা হবে এক দীর্ঘ ইতিহাস
কোনও ঐতিহাসিক তা লিখবে
তিক্ত সত্য অথবা মিঠাই ছুরির আচঁড়ে
মিশ্রিত কিছু মিথ্যা দিয়ে,
শত শত পৃষ্ঠা
লেখা হবে পোশাক শিল্প বিপ্লব দিবস
২৪শে এপ্রিলের গল্প,
অথবা ধূলো-বালির আস্তরে ঢেকে দিবে
তোমার মলিন অবয়ব
দাসত্বের উত্তরাধিকার তব ললাটের লিখন ছিলো
কাহিনীকারের কলমের খোঁচায় আহত তুমি
স্বপ্ন-আশার রক্তাক্ত ক্ষত সারাও প্রতিবার-
কোনও রকমে বেঁচে থাকতে চাও।



তব রুক্ষ ত্বক বিষণ্ন করেনি কোনও আলোকচিত্ৰকরকে
তোমার পতনোন্মুখ নুয়ে পড়া স্কন্ধ
শ্রান্ত চোখ
ঝরে পড়া নোনা জলের ফোঁটা
বিবর্ণ পাংশু মুখ
তোমার চাঁপা আর্তনাদ
ময়লা-ছেঁড়া কাপড়ে ঢাকা সম্ভ্রম
তাদের মন খারাপ করিয়ে দেয়?


আবারও জ্বলৎ চিতায় পরিণত হবে কোনও পোশাক কল
ধ্বসে পড়বে হয়তো আরও কতো কারখানা
কিছু অর্থ-কড়ির খোঁজে, খাবারের সন্ধ্যানে
পুড়ে ভষ্ম হবে তোমার কতিপয় সহকর্মী
ওরা সংখ্যায় কম নয়, সহস্রাধিক
তোমার ও তাদের আদৌ কোনও মূল্য ছিলো কী!!


তবুও
উদীয়মান রবী ও শশীর ন্যায়,
পয়োধির উত্তাল ঊর্মিমালার ন্যায়,
সপ্তগগনের ঔদার্যে,
তুমি ফিরে আসো বারে বারে।


তবু, তুমি প্রত্যহ বেঁচে ওঠো ধূলো বালি হয়ে
তবু তুমি জেগে ওঠো ছায়া কবিতায়
সকল সভ্যতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
অতীতের ভয়াবহ কোনও ধ্বংসস্তূপ থেকে
তুমি আবার জেগে ওঠো নতুন কারও স্বপ্নচোখে।

██ █ █ █ ██ ব্লগার বৃতি'র ।। তবুও আমি জেগে উঠি ।। কবিতা অবলম্বনে

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন