শনিবার, ২১ জুন, ২০১৪

নিকষ মেঘলা

ঝুলন্ত, পশ্চিমের চন্দ্রহারা মলিন আকাশঘুমন্ত, ছায়াতরু                                                           তন্দ্রাচ্ছন্ন পত্র-পল্লব দোলে দক্ষিণের বরিষণেআর বৃক্ষদের মাথায় বিস্তার করেছে কৃষ্ণ সাম্রাজ্যকদাচিৎ দেড় ফুট জলের পিঠেমৃদু বাতাসের মন্থর আলিঙ্গন ধরা দেয়...