শনিবার, ২১ জুন, ২০১৪

নিকষ মেঘলা


ঝুলন্ত, পশ্চিমের চন্দ্রহারা মলিন আকাশ
ঘুমন্ত, ছায়াতরু                                                          
তন্দ্রাচ্ছন্ন পত্র-পল্লব দোলে দক্ষিণের বরিষণে
আর বৃক্ষদের মাথায় বিস্তার করেছে কৃষ্ণ সাম্রাজ্য
কদাচিৎ দেড় ফুট জলের পিঠে
মৃদু বাতাসের মন্থর আলিঙ্গন ধরা দেয় না কারও চোখে
চতুর্ধারে ছোট বড় কতো জীবন্ত কাষ্ঠ। নিদ্রায় বিভোর
অথচ এক ঝাঁক বিহগ এসেছিলো রাত জেগে গল্প করতে
নির্ঘুম বিটপীর খোঁজে
দেখে এখানে কেবল দেবদারুর কালচে পাতা নড়ে
                       আমাদের দেশের গাছের পাতার হরেক বর্ণ
                       সবুজ; হালকা, ঘন ও মলিন সবুজ; নীলাভ; নীল এবং কালো

আহা!
সর্বাঙ্গ যার ব্যথায় ভরা তার কাছে আর দুঃখ কথা কইবে কেমন করে
ছোট পাখির ছোট্ট ডানায় কতোখানি দুঃখ আঁটে
মেঘবতী কন্যা ভাসে দ্রোণী পূর্ণ অশ্রু বহে
দিঘির জলে বর্ষা রাতে কান্না করে মেঘের মেয়ে
তারার দেশে দূর আকাশের শুকতারাটা মায়ায় মরে
                                                              চন্দ্র দিলো ফাঁকি
আধাঁর বলে রাত ফুরালো, ফুটতে আলো খুব বেশি নেই বাকি।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন