বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪

র্স্পশ

যদি হতে পারতাম তোমার বাড়ির আঙিনার ছোট্ট একটা বাগান
প্রতিদিন আমায় দেখে যেতে
যদি হতাম তোমার ঘরের বারান্দা, আমার উপর দিয়ে হেঁটে যেতে তুমি
আমি যদি হতাম তোমার বারান্দায় রাখা টবে ফোটা ফুল
প্রতি বিকেলে আমার গায়ে জল ছিঁটাতে তুমি কাছে আসতে
যদি হতাম তব পুষ্প কুঞ্জের একটি সাদা গোলাপ



একটি বার হলেও ছুঁয়ে দিতে আমায়
আমি যদি তোমার টেবিলে রাখা লেখনী হতাম
আমাকে দিয়ে তুমি গল্প, কবিতা, গান অথবা চিঠি লিখতে
যদি হতে পারতাম তোমার সাজানো ঘরের একটা প্রসাধন
আমি তোমার দেখা পেতাম প্রতি সন্ধ্যা-রাতে
আমি যদি হতাম তোমার খোঁপায় বাঁধা ফিতার একটা সুতো
জড়িয়ে থাকতাম; তোমার চুলে সারাটি ক্ষণ স্বর্ণলতার মতো
আমি তোমার কিছুই হতে পারি নি, মনে একটুও ব্যথা লাগে নি
কষ্ট হয় যখন জানি- অন্য কারও কিছু একটা হয়ে গেছি

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন