তারপর একদিন তুমি খবর পাবে
কোনও এক শনিবার
ঘড়ির কাঁটা তখন পাঁচের ঘর ছুঁতে পারে
সূর্যটা পশ্চিমের আকাশে গা ঢাকা দিতে চাইবে।
অনেকগুলো চিল দেখা যাবে দূরের আকাশে
তুমি তখন জানবে–
মাটির খাঁচা ছেড়ে
আমার পোষা পাখিটা উড়ে গেছে
হারিয়ে গেছে।
অথবা এমনটা নাও হতে পারে।
হতে পারে
সেদিন সূর্যের দেখাও মিলবে না।
আকাশ কাঁদবে সেদিন।
একটা দূর্ঘটনা ঘটতে পারে
তোমার নিকটস্থ সড়কে।
আমি চলে যেতে পারি পৃথিবী ছেড়ে
অথবা
খবরটা তুমি নাও পেতে পারো...
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন। জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।। (ফেব্রুয়ারি ১৭, ১৯৬৭ – জানুয়ারি ৪, ২০১৩)
ইমন ভাই, তুমি ভালো থাকো। শান্তিতে থাকো।
YouTube বন্ধ হয়ে গেলে...
বেশ কিছু দিন যাবৎ বাংলাদেশে ইউটিউব বন্ধ ছিল। কিন্তু তাই বলে আমাদের প্রয়োজন শেষ হয়ে যায় নি। নিজেদের প্রয়োজনের স্বার্থে বিভিন্ন জন বিভিন্নভাবে উপায় বের করে নিয়েছি।
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন। জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।। (ফেব্রুয়ারি ১৭, ১৯৬৭ – জানুয়ারি ৪, ২০১৩)
ইমন ভাই, তুমি ভালো থাকো। শান্তিতে থাকো।
তুমি নেই তাই
পরমিতা.. হয়তো বা আজ রাতে.. হয়তো বা তোমায় একটা চিঠি লিখতে পারি। তোমার অবর্তমানে আমার অনুভূতিগুলো সাজাবো তাতে।।