শনিবার, ৮ মার্চ, ২০১৪

নীল অথবা বৃষ্টি-নৃত্য

আমি কিছু পাখি কিনেছি। পাখিগুলোর রঙ নীল। 
যখন আমার অনেকগুলো নীল পাখি হবে, তখন সবগুলো পাখি একদিন আকাশের পানে উড়িয়ে দেবো। 
তুমি তাকিয়ে দেখো- আকাশটা নীল রঙ মেখে সেদিন ভেসে থাকবে। 
তুমি আমায় খুঁজে নিও ঐ আকাশের নীল সমুদ্রে শুভ্র মেঘমালার মাঝে। 
অথবা উড়ন্ত পাখিদের নীল ডানার ভাঁজে।


কোনও সোনালী সকালে
ডানা ঝাপটানো বৃষ্টিস্নাত রোদ নৃত্য খেলবে যখন
_______________তোমার বাড়ির আঙিনায়
তুমি চান সেরে তোয়ালে জড়ানো ভেজা চুল নিয়ে বারান্দায়
কফির পেয়ালাটা তোমার মায়াবতী অধরের খুব কাছেই
____________________________চুম্বনরত
তব আনমনা দৃষ্টিতে ধরা দেবে বৃষ্টির রোদেলা নাচন
তখন তুমি ভেবে নিও- আমি তোমায় মিস করছি ভীষণ
অপরাজিতা
______তোমায়
____________ভীষণ রকমের মিস করছি...

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন