বালিকা নীরব
কপট তার বাকশক্তি
সর্ব-সহিষ্ণু হৃদয়
পাণ্ডুর মুখশ্রী
ভুল.. বালিকা
ভুল পথ ধরেছো
ভ্রান্ত তব চৈতন্য
জীবনের বহু অন্তমিল
তুমি ক'টা পেরিয়েছো..
এটুকুতেই শ্রান্ত !!!
বালিকা.. ঝেড়ে ফেলো ক্লান্তি
মুছে ফেলো অযাচিত যন্ত্রণা
কষ্টগুলোকে ছুটি দাও
অনুভূতিকে সচল করো
একটু চেষ্টা করো.. আবার করো
তুমি পারবেই। দেখো..
জীবনটা অনেক সুন্দর
কতো সুন্দর..
ঝিলমিল.. স্বপ্নীল.. রঙিন
তবুও
এখনও পথ অবশিষ্ট আছে
আরও কিছু দূর যেতে হবে
হতাশ নয়, একটু শান্ত হও..
কিছুটা অপেক্ষা.. আপেক্ষিক ধৈর্য
নাহ! বালিকা..
আপন স্বত্ত্বার হননে সুখ নেই
প্রাপ্তির খাতায় শূন্য মিলবে
আপনার শত্রু হতে যেওনা
অতৃপ্ত আত্মা হয়ে ওঠবে যে..
ওমন বোকামি করো না কভু
মন দিয়ে ভাবো.. কিয়ৎ কাল
#ইভনিং স্টার
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন