মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৩

~~~ মনে করো, যেন বিদেশ ঘুরে || মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে || তুমি যাচ্ছ পালকিতে, মা, চ’ড়ে ~~~


মা
তুমি মা
মমতাময়ী মা
মা.. তুমি ধৈর্যের প্রতীক
    মা.. তুমি চির উদারতার আধার ঃ–––
মা.. ওগো মা.. তুমি মহান
তু্মি একটি সমাজ
একটি জাতি-
দেশ-
ম হা দে শ..
মা.. তুমি পৃথিবী।।

মাগো.. তুমি সকল সৃষ্টির উৎস..
মা.. তুমি সকল ক্ষমতার উর্ধ্বে..
তুমি মা.. তুমি.. তুমি..
তব পদধূলি ললাটে মেখে
স্বর্গ রচিবে তোমার ছেলেরা..
        সূর্যরাঙা
মা   নতুন দিনের
        প্রথম প্রভাতে
আশীর্বাদ দাও..
তব উদার হাতের পরশ নিয়ে
নত শিরে মোরা ধন্য হই।।
তোমাকে অনেক ভালোবাসি মা..
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন