শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৩

~~~ উদাস নিশীথ ~~~


তুমি এসেছিলে
এসেছিলে রংধনু হয়ে
চমৎকার এক স্বপ্ন হয়ে আমার জীবনে
আমায় তুমি সজীব করেছিলে
নতুন করে। বসন্তময় কিছু প্রহর।
আনন্দঘেরা ক্ষণকাল
পুনরায় হাসতে শিখিয়েছিলে আমায়
আমি আবার গান গেয়েছিনু বহুদিন পর
স্মৃতি থেকে অতীত হারিয়ে ফেলেছিলাম


সেই তুমি থাকলে না
চলে গেলে
ঘূর্ণিঝড় হয়ে ফিরে গেলে
তছনছ মরু সাজিয়ে
ধূলি কণা বিছিয়ে
আমি ঠায় দাঁড়িয়ে ভাষ্কর ভঙ্গিমায়
নির্বিকার। পুড়ছি। পোড়াচ্ছি
অশান্ত অনল আমি ক্লান্ত শ্রান্ত হয়ে
গোধূলিতে ডুব দিতে ইচ্ছে করছে খুব
নিশীথ নির্জনে একটু স্তদ্ধ হতে চাই
থেমে যেতে চায় এই মন। আমরণ
তোমার হারিয়ে যাওয়া পর
বাঁচার ঠুনকো প্রয়োজন আজ অসার
জীবনের ভেতরে বাহিরে পৃথিবী অবধি
কোনও অর্ঘ্যের মূল্যই বাকি নেই আর

ঘড়ির কাঁটা আর টিক্ টিক্ করছে না
বারে বারে থমকে যাচ্ছে
পিছিয়ে পড়ছে ক্রমশঃ
সময়ের গতিপথ হারিয়ে ফেলেছে
ঈশ্বর.. কেনো এই নিষ্ঠুরতা!
কেনো মন সৃজিলে..
হৃদয় ছাড়া কি মানুষ হতো না!!!
প্রেমহীন - ভাবলেশহীন মানব
রাগহীন, হিংসা, দ্বন্দ-বিবাদহীন!!!
তবে কেনো এতো অত্যাচার!
সেই হাস্যজীবন ফিরিয়ে দাও আমায়
নইলে তুলে নাও। নিশ্চিহ্ন করে দাও
এই নির্জীব পাথরটাকে

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন