অতটুকু চায়নি বালিকা! চেয়েছিল আরো কিছু...
একদা একটা গান লিখে নতুন সুরে তারে সাজাতে
চেয়েছিল সুন্দর মালা গেঁথে নতুন গলে পরাতে
প্রিয়তমের হাতে হাত রেখে ফুল কুড়াতে
চেয়েছিল একটা পৃথিবী বানিয়ে নতুন করে ঘর সাজাতে
একটা মন কিনে নতুন রঙে তারে রাঙাতে
একে অপরের হাত ধরে রংধনুর রং নিতে
বালিকা চেয়েছিল একটা ঝড় উঠাতে ... নতুন করে ভেঙে গড়তে
চেয়েছিল একটা নদী খুঁজে তার জলে পবিত্র হতে
প্রিয়তমের হাতে হাত রেখে।।
অতটুকু চায়নি কো বালিকা! চেয়েছিল খানিকটা বেশি...
অনেক আগে কোথাও এমন কিছু লাইন দেখেছিলাম। খুব সুন্দর লেগেছিল। তাই সেগুলোকে আমার মতো করে টুকে রাখলাম।
একদা একটা গান লিখে নতুন সুরে তারে সাজাতে
চেয়েছিল সুন্দর মালা গেঁথে নতুন গলে পরাতে
প্রিয়তমের হাতে হাত রেখে ফুল কুড়াতে
চেয়েছিল একটা পৃথিবী বানিয়ে নতুন করে ঘর সাজাতে
একটা মন কিনে নতুন রঙে তারে রাঙাতে
একে অপরের হাত ধরে রংধনুর রং নিতে
বালিকা চেয়েছিল একটা ঝড় উঠাতে ... নতুন করে ভেঙে গড়তে
চেয়েছিল একটা নদী খুঁজে তার জলে পবিত্র হতে
প্রিয়তমের হাতে হাত রেখে।।
অতটুকু চায়নি কো বালিকা! চেয়েছিল খানিকটা বেশি...
অনেক আগে কোথাও এমন কিছু লাইন দেখেছিলাম। খুব সুন্দর লেগেছিল। তাই সেগুলোকে আমার মতো করে টুকে রাখলাম।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন