বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬

দিনলিপি-২




আজ সন্ধ্যায় বাসায় ফিরে জানতে পারলাম, আমাদের বাড়িওয়ালার কাজের ছেলেটা পালিয়ে গেছে। এ ব্যাপারে বাড়ির মালিক স্থানীয় থানায় একটি জিডি করেছে। এই বাসায় আমরা উঠেছি প্রায় দু’বছর হতে চলল। দু’বছরে তার কাজের ছেলে এ নিয়ে চারজন গেছে। সুজন ছিলো বাড়িওয়ালার চতুর্থ জন। বয়স কতো, আট-নয় বছর হবে হয়তো। এই বয়সে ওর স্কুলে যাবার কথা। শুনেছি সে বাড়িওয়ালার চাচাতো বোনের খালাতো বোনের ছেলে। দারিদ্রের কষাঘাতে আজ তাকে মামার বাসায় পরিচারকের কাজ করতে হচ্ছে। কিন্তু পালিয়ে গেলো কেন! জানা গেলো, কয়েকদিন পূর্বে ওদের বাসার কেউ একজন ওকে লাথি মারে। আঘাতটা লাগে ওর কনুইয়ে। মচকে গেলো, না ভেঙ্গে গেলো তার খবর নেওয়ার কে আছে ওর! ওষুধ কি সেবন করতে দিয়েছিলো ওকে? জানা যায়নি। আজ বিকেলে ও ছাদে গিয়েছিলো। তখন ওর মামি ধমক দিয়ে বলে- এখানে কি করছিস? নিচে যা... ও নিচে নেমে যায়। এর পর হতেই নাকি ওর কোনও খোঁজ নেই। অনেকেই মনে করছে, কেউ হয়তো ওকে নিয়ে গেছে।

১৯ এপ্রিল, ২০১৬
রাত ১:২৫

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন