বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬

অপেক্ষা

বিনিদ্রা
মন খারাপের পাখি
আমার দুঃখ রাতের সাথী
প্রত্যহ তোমাকে বিদায় জানাই। প্রভাতে
দূর গ্রামের রেল- কৃষ্ণকায়া গ্রহণ করে না তোমায়
নাকি তুমি অনেক পথ পাড়ি দিয়ে ক্লান্ত- পরিশ্রান্ত
তাই স্টেশনের দেখা পেয়েছো অনেক দেরিতে
ভোরের ট্রেন যে ছেড়ে গেছে অনেক আগেই
গন্তব্যহীন পথিকের মতো
উদ্দেশ্যহীন, পড়ন্ত বিকেলে
আমার আবাসে, ফের রাত্রি পেরোতে।

শূণ্য গৃহের আতিথ্য মন্দ কী হে
আমার অতিথি; বিজন রাতের পাখি
প্রতিদিন
আর ফিরবেনা বলে চলে যাওয়া
তবুও সন্ধ্যায় ফিরে ফিরে আসা।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন