বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬

সেভ প্যালেস্টাইন

তুমি যুদ্ধগ্রস্ত; আবহ বন্দি
এক টুকরো নির্মল বায়ুর খোঁজে ছুটছো
মৃত্যুর পথে ধাবমান, মরণ তোমার পিছু
নিঃশ্বাসে পাও বারুদ পোড়া
অনিল ভাসায় রক্ত পচা, বিঁধছে বুকে বুলেট।

ঢেউ তুলে হাওয়ায় দুলে কাশবনের মাথায়
আকাশের বুকে এক ছোপ নীল মেখে
তব প্রাণখানি সাদা বক সেজে উড়ে যায়
কে জানে- কোথায়, কার হিয়ায়, কোন অজানায়।

বিশ্বে আজ ঈদের হর্ষ-হাসি
দামি কাপড়, নতুন জামা-জুতো
তোমার দেহে পুরান ছেঁড়া সুতো
ঈদটা তোমার বড়ই কটু বাসি।

২৯ জুলাই, ২০১৪

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন