বুধবার, ২৪ ডিসেম্বর, ২০১৪

প্রিয়তমেষু

তারপর একদিন তুমি খবর পাবে কোনও এক শনিবার ঘড়ির কাঁটা তখন পাঁচের ঘর ছুঁতে পারে সূর্যটা পশ্চিমের আকাশে গা ঢাকা দিতে চাইবে। অনেকগুলো চিল দেখা যাবে দূরের আকাশে তুমি তখন জানবে– মাটির খাঁচা ছেড়ে আমার পোষা পাখিটা উড়ে গেছে হারিয়ে গেছে। অথবা এমনটা নাও হতে পারে। হতে পারে সেদিন সূর্যের দেখাও মিলবে না। আকাশ কাঁদবে সেদিন। একটা দূর্ঘটনা ঘটতে পারে তোমার নিকটস্থ সড়কে। আমি চলে যেতে পারি পৃথিবী ছেড়ে অথবা খবরটা তুমি নাও পেতে পারো...

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪

র্স্পশ

যদি হতে পারতাম তোমার বাড়ির আঙিনার ছোট্ট একটা বাগানপ্রতিদিন আমায় দেখে যেতেযদি হতাম তোমার ঘরের বারান্দা, আমার উপর দিয়ে হেঁটে যেতে তুমিআমি যদি হতাম তোমার বারান্দায় রাখা টবে ফোটা ফুলপ্রতি বিকেলে আমার গায়ে জল ছিঁটাতে তুমি কাছে আসতেযদি হতাম তব পুষ্প কুঞ্জের একটি সাদা গোলা...

শনিবার, ২১ জুন, ২০১৪

নিকষ মেঘলা

ঝুলন্ত, পশ্চিমের চন্দ্রহারা মলিন আকাশঘুমন্ত, ছায়াতরু                                                           তন্দ্রাচ্ছন্ন পত্র-পল্লব দোলে দক্ষিণের বরিষণেআর বৃক্ষদের মাথায় বিস্তার করেছে কৃষ্ণ সাম্রাজ্যকদাচিৎ দেড় ফুট জলের পিঠেমৃদু বাতাসের মন্থর আলিঙ্গন ধরা দেয়...

রবিবার, ৪ মে, ২০১৪

স্থায়িত্ব

শুরু থেকেই আমি তোমার সঙ্গে ছিলাম; শেষ পর্যন্ত থাকবোমানুষের মুখ নিসৃত শব্দের কাঁটা-বান কখনও আমাদের ভিন্ন করতে পারবে নাআমি তোমায় ভালোবাসতে চাই, যতোটুকু সম্ভব হয় তার চেয়েও বেশিযা কিছুই করো তুমি, ব্যাথা অনুভূত হবে না আমারএখানে ভালোবাসা শুধুই আমাদের জন্যমম হৃদয় পিঞ্জরে, মন মন্দিরে কেবল-ই তোমার ভালোবাসাআমি তোমার মাঝে শুধু অনুরাগ দেখেছি, আর পরম স্বস্তি পেয়েছিআমি ভুলে গেছি অতীতের সেই সময়কে যা ছিলো দূর্যোগপূর্ণ সম্পর্কেরভুলেছি সে সব কন্টকাকীর্ণ পথ যা ছিলো বন্ধুরআমার যেনো কিছুই ছিলো না, তোমায় পাবার আগেআজ আমার কিছুই নেই, তোমাকে ছাড়াfrom Stable Lo...

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪

তবু তুমি জেগে ওঠো ছায়া কবিতায়

     তোমায় নিয়ে লেখা হবে এক দীর্ঘ ইতিহাস কোনও ঐতিহাসিক তা লিখবে তিক্ত সত্য অথবা মিঠাই ছুরির আচঁড়ে মিশ্রিত কিছু মিথ্যা দিয়ে, শত শত পৃষ্ঠা লেখা হবে পোশাক শিল্প বিপ্লব দিবস ২৪শে এপ্রিলের গল্প, অথবা ধূলো-বালির আস্তরে ঢেকে দিবে তোমার মলিন অবয়ব দাসত্বের উত্তরাধিকার তব ললাটের লিখন ছিলো কাহিনীকারের কলমের খোঁচায় আহত তুমি স্বপ্ন-আশার রক্তাক্ত ক্ষত সারাও প্রতিবার- কোনও রকমে বেঁচে থাকতে চা...

সোমবার, ৩১ মার্চ, ২০১৪

অ স মা প্ত চি ঠি

    ফেরার আগে বহু আগের সেই চিলেকোঠায় একবার ঢুঁ মারতে ভুললাম না। জং ধরায় পুরানো তালাতে চাবি কাজ করছে না। অবশ্য এতো দিনে চাবিতেও মরচে পড়ে গেছে। তালাটা ভাঙতে হলো। ভেতরের ভ্যাপসা বাতাস প্রতিবাদ করে উঠলো। গুমোট গন্ধের ধাক্কায় আমি পেছনে সরে আসতে বাধ্য হলাম- যেনো কয়েক যুগ ধরে ওরা মুক্তির জন্য হাঁসফাঁশ করছিলো বন্দিখানায়। পুরোটা ঘরে মাকড়সার রাজত্বই চোখে পড়ছে। করিমকে বলে ভেতরটা পরিষ্কার করালাম। কোথায় যেনো কয়েকটা ছবি রেখেছিলাম।...

শনিবার, ৮ মার্চ, ২০১৪

নীল অথবা বৃষ্টি-নৃত্য

আমি কিছু পাখি কিনেছি। পাখিগুলোর রঙ নীল।  যখন আমার অনেকগুলো নীল পাখি হবে, তখন সবগুলো পাখি একদিন আকাশের পানে উড়িয়ে দেবো।  তুমি তাকিয়ে দেখো- আকাশটা নীল রঙ মেখে সেদিন ভেসে থাকবে।  তুমি আমায় খুঁজে নিও ঐ আকাশের নীল সমুদ্রে শুভ্র মেঘমালার মাঝে।  অথবা উড়ন্ত পাখিদের নীল ডানার ভাঁজে...

সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৪

খণ্ডগল্প: রক্তমাখা অশ্রু

রুমেলের ঈদের ছুটি এবার একটু তড়িঘড়ি করেই শেষ হয়ে গেল । শুক্রবার রাতেই ঢাকায় পৌঁছুল সে। সাড়ে এগারোটা বেজে গেছে। টিভিতে খবর দেখছে। তিন দিন যাবৎ রূপাকে অনলাইনে পাওয়া যাচ্ছে না। স্কাইপ ফেবু কোনটাতেই নেই। তিন দিন পর আজ হঠাৎ রূপাকে পাওয়া গেল ফেবুতে। -আমি তোকে অনেক অনেক মিস করেছি :'( -আমি এই ক'দিন আমার মাঝে ছিলাম নারে... -কই ছিলি -হাই -হ্যালো -কোন সাড়া নেই -কোন সাড়া নেই -কোন সাড়া নেই অতঃপর কোন সাড়া নেই অপেক্ষা অনেক যন্ত্রণাদায়ক। তবুও...

বুধবার, ২২ জানুয়ারী, ২০১৪

টুকে রাখলাম। কোনও এক সময় কাজে দেবে।

প্রিয় বাবুই পাখি, জীবনে এমন অনেক সময় আসে, যখন পরিবেশ-পরিস্থিতি নিজের অনুকূলে থাকে না। পরিস্থিতিকে সাহসের সঙ্গে জয় করে নিতে চেষ্টা করবে। লজ্জা, শংকা, অস্বস্তি থাকা ভালো। কিন্তু সব সময় তা পুষে রাখলে চলবে না। মারামারি, ধাক্কাধাক্কি খুবই খারাপ। কিন্তু যখন তুমি সবার আগে থাকবে, তখন আর ধাক্কাধাক্কি করা লাগবে না। তোমার পুরানো বন্ধুকে খুব মনে পড়ে? মাঝে মাঝে ফোনে কথা বলবে। এখন যেই স্কুলে আছো, সেখান থেকে অল্প যে কয়জনকে তোমার পছন্দ হয় তাদের সাথে বন্ধুত্ব করতো পারো। অবশ্য তোমার কয়েকটা বন্ধু জুটে গেলে দেখবে সব ঠিক হয়ে গেছে। তোমাকে তারা "তুই" করে কথা...

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০১৪

ϙϙϙ নির্জন রাতে ϙϙϙ

         ঘুমটা হঠাৎ করেই ভেঙ্গে গেলো। অনেকক্ষণ ঘুমিয়েছিলাম এমনটা নয়। কিছুক্ষণ আগেই তো বাতি নিভিয়েছিলাম। যাই হোক, আবার ঘুমাতো চেষ্টা করছি। কিন্তু ঘুম তো আর আসছেনা। তন্দ্রার দল চোরপুলিশ খেলছে যেনো। লেপের ভেতর খুব গরম অনুভব করছি। ওটা পায়ের কাছে ফেলে একটা পাতলা কম্বল টেনে নিলাম। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর। শ্রবণ শক্তি হঠাৎ এতো সক্রিয় হয়ে উঠলো কেনো? কোথা থেকে যেনো একটা শব্দ আসছে এইদিকে। খুব কাছে নয়,...

শনিবার, ১১ জানুয়ারী, ২০১৪

বালিকার চাওয়া

অতটুকু চায়নি বালিকা! চেয়েছিল আরো কিছু... একদা একটা গান লিখে নতুন সুরে তারে সাজাতে           চেয়েছিল সুন্দর মালা গেঁথে নতুন গলে পরাতে           প্রিয়তমের হাতে হাত রেখে ফুল কুড়াতে চেয়েছিল একটা পৃথিবী বানিয়ে নতুন করে ঘর সাজাতে          একটা মন কিনে নতুন রঙে তারে রাঙাতে          একে অপরের হাত ধরে রংধনুর রং নি...

বুধবার, ৮ জানুয়ারী, ২০১৪

দিনলিপি

বেশিক্ষণ ঘুমাতে পারলাম না। অফিস আছে। মোবাইলে নেই চার্জ। মধ্যরাতে বন্ধ হয়ে গিয়েছিলো। দ্রুত উঠলাম। চার্জারের কানেক্টরে কেবল যুক্ত করলাম। মোবাইলে সেট করে বিদ্যুৎ সংযোগ দিলাম। druft 0.0.8 শাওয়ার শেষ। শীত মনেই হলো না। বাইরের চেয়ে বাসায় শীত একটু কমই অনুভূত হয়। druft 0.0.9 ফুল, তুমি শুকিয়ে যাও। তবু আমার ভালো লাগে। জানিনা। স্রষ্টা ফুলের বিশেষণে কী এমন দানিয়াছে, যার আকর্ষণে আমরা ফুলকে ভালোবাসি। ফুল, তুমি চির সুন্দর। druft 0.1.0 January...

রবিবার, ৫ জানুয়ারী, ২০১৪

অতিপ্রাকৃত গল্প: ৪ঠা জানুয়ারি

         ঘটনাটা ঘটেছিল আজ থেকে এক বৎসর পূর্বে। আমার কয়েকজন বাঙ্গালী বন্ধু ঠিক করল– তারা এবারের থার্টি ফাস্ট নাইট সেলিব্রেট করবে ওকলাহোমার "হোটেল রুডলফে"। আমিও তাদের সঙ্গে যাবার সিদ্ধান্ত নিলাম। এখানকার আরও কয়েকজন ফ্রেন্ড সিজান, লুসি, এলিজাবেথ, মন্টি ও টমসনও আমাদের সাথে আছে। আমরা যথা সময়েই রুডলফে পৌঁছেছি। সব আয়োজন ঠিকমতোই করা হয়েছে। অনুষ্ঠান, আপ্যায়ন ও বিনোদনের কোথাও কোনও ঘাটতি রাখা...

বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০১৪

druft 0.0.7

ক্লান্ত সূর্যটা আকজের মতো বিদায় নিয়ে জ্যাকভিল স্ট্রীটের শেষ মাথায় ডুব দিয়েছে আরও কিছুক্ষণ আগেই। বায়ে "বিসটেন" নদীর পানির উপর হিমেল ধোঁয়া বইছে। আর ডান পাশে সারি সারি পাহাড়। একটারও নাম মনে আসছেনা...